‎হরিপুরে আইনি সহায়তা দিবস-২০২৫ পালিত

গোলাম রব্বানী প্রকাশিত: ৩০ এপ্রিল , ২০২৫ ১২:৫৬ আপডেট: ৩০ এপ্রিল , ২০২৫ ১২:৫৬ পিএম
‎হরিপুরে আইনি সহায়তা দিবস-২০২৫ পালিত

‎"দ্বন্দে কোনো আনন্দ নাই আপস করে ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই"।এই প্রতিপাদ্যে  সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে "ব্র্যাক" জেলা ব্যবস্থাপক, জেলা লিগ্যাল এইড ও  ডেপুটি ম্যানেজার'র সহায়তায়   সোমবার ২৮ শে এপ্রিল  আইনি সহায়তা দিবস পালিত হয়েছে। সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা মাঠ পর্যায়ে পৌঁছে দিতে  মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) সকাল ০৯:০০ ঘটিকায় হরিপুর ব্র্যাক অফিসে  কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। বিনামুল্যে আইনগত সেবায়  জনসচেতনতা বাড়াতে সরকার ২০১৩ সালের ২৮শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে ঘোষণা করেন । হরিপুরে নানান আয়োজনে দিবসটি  পালিত হয়েছে ।

‎ সভায় উপস্থিত ছিলেন, রেজাউল নুরী সিনিয়র ব্র্যাঞ্চ ম্যানেজার( দাবি),  নাজনীন আক্তার সহকারী এরিয়া ম্যানেজার (প্রগতি) আমিনুল ইসলাম একাউন্ট অফিসার ও ইউপিজি ম্যানেজার আঃ হালিম। সভাটি উপস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন মো. সাইফুল ইসলাম  এসোসিয়েট অফিসার (সেলপ), হরিপুর -ঠাকুরগাঁও।

‎সভায় আইন বিষয়ক ও সেলপ কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন  সেলপ অফিসার মো.সাইফুল ইসলাম। তিনি  আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সবাইকে অবগত করেন।
‎সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মো. সাইফুল ইসলাম  এসোসিয়েট অফিসার ব্র্যাক অফিস, হরিপুর -ঠাকুরগাঁও।

এই বিভাগের আরোও খবর

Logo