"দ্বন্দে কোনো আনন্দ নাই আপস করে ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই"।এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে "ব্র্যাক" জেলা ব্যবস্থাপক, জেলা লিগ্যাল এইড ও ডেপুটি ম্যানেজার'র সহায়তায় সোমবার ২৮ শে এপ্রিল আইনি সহায়তা দিবস পালিত হয়েছে। সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা মাঠ পর্যায়ে পৌঁছে দিতে মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) সকাল ০৯:০০ ঘটিকায় হরিপুর ব্র্যাক অফিসে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। বিনামুল্যে আইনগত সেবায় জনসচেতনতা বাড়াতে সরকার ২০১৩ সালের ২৮শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে ঘোষণা করেন । হরিপুরে নানান আয়োজনে দিবসটি পালিত হয়েছে ।
সভায় উপস্থিত ছিলেন, রেজাউল নুরী সিনিয়র ব্র্যাঞ্চ ম্যানেজার( দাবি), নাজনীন আক্তার সহকারী এরিয়া ম্যানেজার (প্রগতি) আমিনুল ইসলাম একাউন্ট অফিসার ও ইউপিজি ম্যানেজার আঃ হালিম। সভাটি উপস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন মো. সাইফুল ইসলাম এসোসিয়েট অফিসার (সেলপ), হরিপুর -ঠাকুরগাঁও।
সভায় আইন বিষয়ক ও সেলপ কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সেলপ অফিসার মো.সাইফুল ইসলাম। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সবাইকে অবগত করেন।
সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মো. সাইফুল ইসলাম এসোসিয়েট অফিসার ব্র্যাক অফিস, হরিপুর -ঠাকুরগাঁও।