২৫ই মার্চ গনহত্যা দিবস এবং ২৬ই মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গংগাচড়া উপজেলা প্রশাসনের আহ্বানে ১৩ মার্চ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

জীবন মিয়া প্রকাশিত: ১৬ মার্চ , ২০২৫ ১২:১০ আপডেট: ১৬ মার্চ , ২০২৫ ১২:১০ পিএম
২৫ই মার্চ গনহত্যা দিবস এবং ২৬ই মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গংগাচড়া উপজেলা প্রশাসনের আহ্বানে ১৩ মার্চ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

১৩ মার্চ সকাল ১১.০০ ঘটিকায়  গংগাচড়া উপজেলার, উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে উপজেলা হলরুমে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিশিষ্ট নাগরিকবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী  বৃন্দ অংশগ্রহন করেন।
২৫ই মার্চ এর কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নেতৃত্বে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে যে গনহত্যা চালানো হয় সেই নারকীয় ঘটনার নিন্দা প্রকাশ করেন বক্তারা।
এ সময় ২৫ই মার্চ এর গনহত্যা দিবস এবং ২৬ই মার্চ এর মহান স্বাধীনতা দিবসকে কিভাবে সফল করা যায় সে বিষয়ে আলোচনা এবং পরিকল্পনা গ্রহণ করা হয়।
এই প্রস্তুতি মূলক সভায় অংশ নেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,জাতীয় নাগরিক কমিটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ,গনঅধিকার পরিষদের নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন গংগাচড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আল-ইমরান,  উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনুর রহমান, গংগাচড়া সরকারী মেডিকেলের প্রধান জনাব আলেমুল বাশার সহ গংগাচড়ার বিভিন্ন সামাজিক রাজনৈতিক  সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় আমন্ত্রিত অতিথির বক্তব্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব আজিজুল ইসলাম মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান।৭১ কে ২৪ দ্বারা পরিমাপ না করার আহ্বান জানান।
নির্বাচিত বক্তৃতায় জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারী জনাব সাইফুল ইসলাম ,গংগাচড়া থেকে যারা  ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছেন তাদের ঘটনাপ্রবাহ নিয়ে ডকুমেন্টারি তৈরি করে তা প্রদর্শনের দাবি জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রতিনিধি হিসেবে মোঃ জীবন মিয়া বলেন, ৭১ কে আমরা কোনভাবেই ছোট করছি না। ৭১ আমাদের শেকড়, ২৪ অস্তিত্ব। মুক্তিযোদ্ধাদের নিয়ে যে লুটেরা এতদিন ব্যাবসা করেছে,তারা পলায়ন করেছে।এখন দল মত নির্বিশেষে সকল কে নিয়েই বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে গংগাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আল ইমরান আইনশৃঙ্খলা রক্ষার্থে সকলের সহযোগীতা কামনা করেন।
সর্বশেষ উপজেলা নির্বাহি অফিসার জনাব মাহমুদুল হাসান সকল রাজনৈতিক দলকে সমন্বিত ভাবে কর্মসূচি সফল করার আহবান করেন।দেশ কে স্থিতিশীল রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।পাশাপাশি, আসন্ন ২৫ ই মার্চের কর্মসূচিতে দল মত নির্বিশেষে সকলকে স্বতস্ফুর্ত অংশগ্রহন করতে অনুরোধ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এই বিভাগের আরোও খবর

Logo