মুন্সীগঞ্জে আসামি ছেড়ে দিয়ে নিরীহ ব্যক্তিদের ফাঁসানোর অভিযোগে মানববন্ধন

আল আমিন প্রকাশিত: ১ জুলাই , ২০২৫ ১৫:২৫ আপডেট: ১ জুলাই , ২০২৫ ১৫:২৫ পিএম
মুন্সীগঞ্জে আসামি ছেড়ে দিয়ে নিরীহ ব্যক্তিদের ফাঁসানোর অভিযোগে মানববন্ধন

মুন্সীগঞ্জ শ্রীনগর থানা পুলিশের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও মিথ্যা মামলায় নিরীহ ব্যক্তিদের ফাঁসানোর অভিযোগ তুলে মানববন্ধন করেছে বাঘড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ। সোমবার (৩০ জুন) সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
মানববন্ধনে অভিযোগ করে বলেন, গত বছরের ২৭ নভেম্বর রাতে বাঘড়া এলাকার একটি বিল্ডিংয়ে অভিযান চালায় শ্রীনগর থানার এস আই তারেক। অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আবির নামের এক যুবককে আটক করে। তবে এলাকার স্থানীয় মেম্বারের যোগসাজশে বড় অংকের ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।অভিযোগকারী সুবর্ণা বেগম বলেন, তার ছেলে রাহাতসহ আরও কয়েকজন এই ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ায়, পুলিশ তাদের সাক্ষী দেওয়ার কথা বলে থানায় নিয়ে অস্ত্র মামলায় জড়ায়। পরে তাদেরকে আদালতে চালানও করা হয়।মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, আসামিকে ধরলেও জব্দ তালিকায় স্থানীয় জনপ্রতিনিধি বা নিরপেক্ষ কোনো ব্যক্তিকে সাক্ষী না রেখে বরং আসামির আত্মীয়দের সাক্ষী বানানো হয়। এতে করে পুলিশের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী।
মানববন্ধনে উপস্থিত বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, মিথ্যা মামলায় অভিযুক্তদের মুক্তি এবং শ্রীনগর থানার দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এই বিভাগের আরোও খবর

Logo