সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু; এক মাস পর র‌্যাবের হাতে পলাতক ট্রাকচালক আটক

মোঃ এরশাদ আলী প্রকাশিত: ১১ জুন , ২০২৪ ০৮:১৪ আপডেট: ১১ জুন , ২০২৪ ০৮:১৪ এএম
সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু; এক মাস পর র‌্যাবের হাতে পলাতক ট্রাকচালক আটক
জানা যায়, গত (৫মে) সকালে উপজেলার নসরৎপুর বাজার থেকে কুন্দগ্রাম যাওয়ার পথে নিমকুড়ি মোড়ে সকাল ১০ টার দিকে বেপরোয়া গতিতে ইট ভর্তি ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে মারা যায় আব্দুস সালাম। এসময় অজ্ঞাত ট্রাক চালক পালিয়ে যায়। এ ঘটনায় সেই দিনই থানায় একটি সড়ক পরিবহন আইনে মামলা দায়ের পর র‌্যাব তদন্তের মাধ্যমে রবিবার (৯ জুন) মধ্য রাতে পলাতক ট্রাক চালকে আটক করে।

বগুড়ার আদমদীঘি উপজেলায় গত ৫ মে ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে আব্দুস সালাম (৪৪) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে অজ্ঞাত চালকের নামে একটি মামলা দায়ের করা হয়।

মামলা দায়ের পর বগুড়া  র‌্যাব  -১২ এর একটি দল মামলার তদন্ত শুরু করে। তদন্তের মাধ্যমে ট্রাক চালককে শনাক্ত ও আটক করতে সফল হয়  র‌্যাব  । সোমবার (১০ জুন) দুপুরে  র‌্যাবের   এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গত (৫মে) সকালে উপজেলার নসরৎপুর বাজার থেকে কুন্দগ্রাম যাওয়ার পথে নিমকুড়ি মোড়ে সকাল ১০ টার দিকে বেপরোয়া গতিতে ইট ভর্তি ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে মারা যায় আব্দুস সালাম। এসময় অজ্ঞাত ট্রাক চালক পালিয়ে যায়। এ ঘটনায় সেই দিনই থানায় একটি সড়ক পরিবহন আইনে মামলা দায়ের পর র‌্যাব তদন্তের মাধ্যমে রবিবার (৯ জুন) মধ্য রাতে  পলাতক ট্রাক চালকে আটক করে।

বগুড়া  র‌্যাব  -১২ কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, রবিবার রাতে গোপণ সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার সদর থানার আদমদূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক ট্রাক চালক  রব্বানীকে (২৯) গ্রেফতার করে আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত রব্বানী উপজেলার ছাতিয়ানগ্রাম  এলাকার নূর ইসলামের ছেলে।

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, গ্রেফতারকৃত ট্রাক চালককে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পেরণ করা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo