পটুয়াখালীর দুমকিতে কলেজছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ মার্চ , ২০২৫ ১২:১১ আপডেট: ২০ মার্চ , ২০২৫ ১২:১১ পিএম
পটুয়াখালীর দুমকিতে কলেজছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে

এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই  কলেজ ছাত্রী স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সী (১৯), সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সী (২০) ও মালেক মুন্সীর ছেলে ইমরান মুন্সী (১৯) ওই কলেজছাত্রীকে জোরপূর্বক তু*লে নিয়ে ধ*র্ষ*ণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। এ ঘটনা কাউকে বললে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভ/য় দেখায়।
এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্রী আজ বুধবার দুমকি থানায় মা/ম/ লা ক‌রেছে। ডাক্তারি প‌রীক্ষার জন‌্য তাকে পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে। 
এ বিষয়ে জানতে চাইলে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ধ/র্ষ/ণে/র ঘটনায় দুমকি থানায় একটি মা/ম/লা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। অ/ভি/যু/ক্ত সাকিব মুন্সি নামে একজনকে পুলিশ আ/ট/ক করেছে। অপর অ/ভি/যু/ক্তরা প/লাতক রয়েছে। তা‌দের গ্রে/প্তা/রে অ/ভি/যান চলছে।

এই বিভাগের আরোও খবর

Logo