মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

হামিমুর রহমান চৌধুরী প্রকাশিত: ১৬ মার্চ , ২০২৫ ১১:৫১ আপডেট: ১৬ মার্চ , ২০২৫ ১১:৫১ এএম
মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
শনিবার সন্ধ্যায় পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনকে মিথ্যা অভিযোগে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে মোহনগঞ্জ উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দল

শনিবার সন্ধ্যায় পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনকে মিথ্যা অভিযোগে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে মোহনগঞ্জ উপজেলা ও পৌর যুবদল,  ছাত্রদল ও সেচ্ছাসেবক দল ।  সন্ধ্যায় পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব জীবন তালুকদার, উপজেলা ছাত্র দলের আহবায়ক জামিউল ইসলাম রাকিব,সেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল রানা, পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুছাদী চৌধুরী অপু, কলেজ শাখা ছাত্র দলের সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ। 
মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্ণায়েন বলেন,একটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে   ফয়সাল আহমেদ খোকন কে কেন্দ্রীয় যুবদল বহিষ্কার করেছে। আমরা এ বহিষ্কারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অচিরেই এ বহিষ্কারাদেশ তুলে নিয়ে খোকনকে স্বপদে বহাল রাখার দাবি জানাচ্ছি। 
তিনি আরও বলেন, পানূর গ্রামের আওয়ামী লীগের দোসর জসিম উদ্দীন দীর্ঘদিন ধরে যুবদলের পৌর সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনকে বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে। বুধবার নেত্রকোনা কোর্টে একটি মামলার হাজিরা দিতে গেলে জসিম উদ্দিন তার লোকজন দিয়ে খোকনের উপর হামলা করে। কিন্তু শুক্রবার মোহনগঞ্জ বাজারে কে বা কারা জসিমের উপর হামলা করে, এই হামলার ঘটনাকে একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রনোদিত ভাবে ভিন্ন ভাবে প্রচার করায় যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকন বহিষ্কার করা হয়।  মোহনগঞ্জ উপজেলা বিএনপি সহ সকল সহযোগী সংগঠন খোকনের বহিষ্কার প্রত্যাহার চায়। সেই সাথে আওয়ামী লীগের দোসর জসিম উদ্দিন এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আইনের আওতায় আনার দাবী জানাই।

এই বিভাগের আরোও খবর

Logo