কেন্দুয়ায় শিল্প ও পণ্য মেলার র‍্যাফেল ড্র অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি

কোহিনূর আলম প্রকাশিত: ২৯ জানুয়ারী , ২০২৫ ১৯:৩৫ আপডেট: ২৯ জানুয়ারী , ২০২৫ ১৯:৩৫ পিএম
কেন্দুয়ায় শিল্প ও পণ্য মেলার র‍্যাফেল  ড্র অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত শিল্প ও পণ্য মেলায় দ্বিতীয় পর্বের র‍্যাফেল / লটারি ড্র অনুষ্ঠিত হয়েছে ।

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত শিল্প ও পণ্য মেলায় দ্বিতীয় পর্বের র‍্যাফেল / লটারি ড্র অনুষ্ঠিত হয়েছে ।মঙ্গলবার (২৮ জানুয়ারী) দিবাগত রাত ১০টায় কেন্দুয়া প্রেসক্লাব সংলগ্ন শিল্প ও পণ্য মেলা প্রাঙ্গণে এ র‍্যাফেল / লটারি ড্র অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভূঁঞা । প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই লটারির ড্র মেলায়  প্রবেশের টিকিটের টাকায় হয় । সুতরাং সবাই টিকেট করেই মেলায় প্রবেশ করবেন । তবে মেলায় যাতে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে । অবশ্য এর আগে প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ পুরো মেলা পরিদর্শন ও উপভোগ করেন ।
 এ সময় উপস্থিত ছিলেন,কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবদুল হাই সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খোকন, উপজেলা তাঁতীদলের আহবায়ক আব্দুর রহমান, পৌর যুবদলের আহবায়ক উজ্জ্বল খন্দকার, সদস্য সচিব শান্তি খান, পৌর শ্রমিকদলের আহবায়ক শহিদ মিয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিলবাহার খান, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, দৈনিক দিনকালের  উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ । উল্লেখ্য প্রথম পুরষ্কার ছিলো একটি ফ্রিজ । পুরষ্কার ছিলো মোট  ২৮টি  । ড্র শেষে পুরস্কার ভুক্তভোগীদের হাতে তুলে দেয়া হয় । তাছাড়া, আগামী বৃহস্পতিবার রাত ১০ টায় তৃতীয় পর্ব ড্র অনুষ্ঠিত হবে ।

এই বিভাগের আরোও খবর

Logo