সরেজমিনে মঙ্গলবার ( ১১ ই জুন ) বিকেলে গেলে দেখা যায় , অসংখ্য ট্রাক , নসিমন , হাটের পাশে রাস্তায় গরু নামাচ্ছে । সাথে রয়েছে গরুর মহাজনেরা ও হাট সংশ্লিষ্টরা । হাটে দেশী গরুর সংখ্যা বেশী লক্ষ্য করা গেছে । কিছু কিছু ক্রেতারা তাদের বিক্রেতাদের সাথে দরকষাকষি করতে দেখা যায় । হাটের নিরাপত্তা ব্যবস্থায় সব সময় পুলিশ ও হাট সংশ্লিষ্টরা নিয়োজিত রয়েছে। এছাড়া হাটে এসে যেন কেউ প্রতারিত না হয় সেজন্য একটু পর পর মাইকিং করা হচ্ছে । হাটে দেশী গরুর পাশাপাশি ক্রস , শংকর , শাহীয়াল গরু , ফ্রিজিয়ান গরু ও বিক্রি করার জন্য বিক্রেতারা নিয়ে এসেছে।
হাটের কয়েকজন ক্রেতার সাথে কথা বললে তারা জানান , গত বছরের চেয়ে এবার হাটে তুলনামূলক গরু বেশি উঠেছে তবে বিক্রেতারা দামটা বাড়তি চাচ্ছে বলে তারা অভিযোগ জানান ।
ফরিদপুরে জমে উঠেছে কোরবানির গরুর হাট । বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছে ভিড় হাটে । ফরিদপুরের সব থেকে পুরাতন ও ঐতিহ্যবাহী হাট টেপাখোলা গরুর হাট ।
সরেজমিনে মঙ্গলবার ( ১১ ই জুন ) বিকেলে গেলে দেখা যায় , অসংখ্য ট্রাক , নসিমন , হাটের পাশে রাস্তায় গরু নামাচ্ছে । সাথে রয়েছে গরুর মহাজনেরা ও হাট সংশ্লিষ্টরা । হাটে দেশী গরুর সংখ্যা বেশী লক্ষ্য করা গেছে । কিছু কিছু ক্রেতারা তাদের বিক্রেতাদের সাথে দরকষাকষি করতে দেখা যায় । হাটের নিরাপত্তা ব্যবস্থায় সব সময় পুলিশ ও হাট সংশ্লিষ্টরা নিয়োজিত রয়েছে। এছাড়া হাটে এসে যেন কেউ প্রতারিত না হয় সেজন্য একটু পর পর মাইকিং করা হচ্ছে । হাটে দেশী গরুর পাশাপাশি ক্রস , শংকর , শাহীয়াল গরু , ফ্রিজিয়ান গরু ও বিক্রি করার জন্য বিক্রেতারা নিয়ে এসেছে।
হাটের কয়েকজন ক্রেতার সাথে কথা বললে তারা জানান , গত বছরের চেয়ে এবার হাটে তুলনামূলক গরু বেশি উঠেছে তবে বিক্রেতারা দামটা বাড়তি চাচ্ছে বলে তারা অভিযোগ জানান ।
অপরদিকে গরুর বিক্রেতারা জানান , একটি গরু বিক্রির উপযোগী করে তুলতে তাদের গো খাদ্যের জন্য অনেক খরচ করতে হয়। খাদ্যের দাম বৃদ্ধির সাথে ব্যয় বেড়েছে তাদের , এজন্য ভাল গরুর তুলনামূলক দাম বেশি । বিক্রেতারা আরো জানান আশা করি ভাল মুল্য পেয়ে আমরা গরু বিক্রি করবো। তবে অনেকে বলছে রাতে গরু বেচাকেনা তুলনামূলক বেশি হয়।