সেনবাগ মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল।
সেনবাগ মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল,,রোজ বুধবার ২৬ ফেব্রুয়ারী আছর বাদ উক্ত মাদ্রাসায় মাহফিলের আয়োজন করেন। উক্ত মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য, সেনবাগ পৌরসভা বিএনপির অন্যতম নেতা নুর নবী বাচ্চু সাহেব উপস্থিত হন।
বাদ এশা উক্ত অনুষ্ঠানে সেনবাগ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মাওলানা যুবায়ের আহমদ সাহেব দামাত বারাকাত বয়ান করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে কোরআন থেকে তাফসির পেশ, ইসলামিক আলোচক,আলহাজ্ব মাওলানা মাজহারুল ইসলাম রাশেদী সাহেব দামাত বারাকাত,ঢাকা। উক্ত মাহফিল পরিচালনা করেন মদিনাতুল উলূম মাদ্রাসার মহতামিম।