সেনবাগে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে ভয়াবহ অগ্নিকান্ড! বসতঘর পুড়ে ছাঁই,ভূক্তভোগি পরিবারের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ এপ্রিল , ২০২৫ ১৩:৩৬ আপডেট: ১৪ এপ্রিল , ২০২৫ ১৩:৩৬ পিএম
সেনবাগে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে ভয়াবহ অগ্নিকান্ড! বসতঘর পুড়ে ছাঁই,ভূক্তভোগি পরিবারের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের গোরকাটা মিন্নত আলী ভূঁইয়া বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাঁই হয়ে গেছে

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের গোরকাটা মিন্নত আলী ভূঁইয়া বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাঁই হয়ে গেছে। রবিবার (১৩ এপ্রিল) ভোর ৫টার দিকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত হারুনুর রশিদের পরিবারের সদস্যরা জানান, ঘুমন্ত অবস্থায় আগুনের লেলিহান শিখা দেখে তারা ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান। তবে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে ঘরের ভেতরে থাকা প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার, একটি ফ্রিজ, আসবাবপত্র, ও মূল্যবান জমির দলিলপত্রসহ আনুমানিক ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি প্রশাসনসহ সমাজের হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে।

এই বিভাগের আরোও খবর

Logo