সিলেটের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি

সহিদুর রহমান প্রকাশিত: ৪ জুন , ২০২৪ ১০:৩৬ আপডেট: ৪ জুন , ২০২৪ ১০:৩৬ এএম
সিলেটের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি
বিয়ানীবাজার উপজেলায় সোমবার সকাল থেকে তিনি কুড়ারবাজার, শেওলা, দুবাগ, চারখাই ও আলীনগর ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত এলাকার দুস্থ পরিবারের মধ্যে চাল বিতরণ করেন। এ সময় তিনি বন্যা কবলিত এলাকার দুর্গত পরিবারের বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা প্রদান করেন।

বিয়ানীবাজার উপজেলায় সোমবার সকাল থেকে তিনি কুড়ারবাজার, শেওলা, দুবাগ, চারখাই ও আলীনগর ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত এলাকার দুস্থ পরিবারের মধ্যে চাল বিতরণ করেন। এ সময় তিনি বন্যা কবলিত এলাকার দুর্গত পরিবারের বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা প্রদান করেন।

সুরমা নদীর চারখাই অংশের কয়েক বছর আগে ভেঙ্গে যাওয়া ডাইক মেরামত করা হবে জানিয়ে তিনি বলেন, এটি চলমান প্রক্রিয়া, প্রকৃত ও পরিবেশগত কারণে এ অঞ্চলে নদীর তীরবর্তী ডাইক ভেঙ্গে যায় এবং সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।

বিয়ানীবাজারের বেশ এলাকার এলাকায় নদীর ডাইক পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন থেকে এলজিইডির আওতায় নিয়ে আসায় বেশ কিছু এলাকায় ডাইকের উপর রাস্তা নির্মাণ করার বিষয়টি অবহিত করে তিনি বলেন, আমরা চেষ্টা করছি কিন্তু একদিনে সবকিছু করা সম্ভব না। একটি পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে।

বন্যা কবলিত এলাকা পরিদর্শনে সাংসদ নুরুল ইসলাম নাহিদের সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, বিয়ানীবাজার থানা ওসি দেব দুলাল ধর, উপজেলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, সহসভাপতি আব্দুল খালিকসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

গত ৩০ মে বিয়ানীবাজার উপজেলার সুরমা ও কুশিয়ারা তীরবর্তী পাঁচ ইউনিয়ন  আকস্মিক বন্যায় প্লাবিত হয়। দুই নদীর পানি কমলেও উপজেলার নিম্নাঞ্চলসহ আরো কিছু ইউনিয়ন এরই মধ্যে কবলিত হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo