সিএমপি'র কোতয়ালী থানা পুলিশের অভিযানে ০৬টি সাজা পরোয়ানাভূক্ত ০১জন আসামী গ্রেফতার

আহমদ উল্লাহ প্রকাশিত: ১৩ আগস্ট , ২০২৫ ১৬:৩১ আপডেট: ১৩ আগস্ট , ২০২৫ ১৬:৩১ পিএম
সিএমপি'র কোতয়ালী থানা পুলিশের অভিযানে ০৬টি সাজা পরোয়ানাভূক্ত ০১জন আসামী গ্রেফতার

কোতোয়ালি থানার এসআই মোঃ মিজানুর রহমান চৌধুরী, এএসআই সোহেল আহমেদ, এএসআই জিয়াউর রহমান, এএসআই রিগান চাকমা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে  ইং১২/০৮/২০২৫খ্রি. তারিখ খুলশী থানাধীন চেমনবাগ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ০১। দায়ারা-৬৮৯৮/১৮, সিআর-১৪৬০/১৬, ০২। দায়রা-৯৬০/১৫, সিআর-১৭০/১৪, ০৩। দায়রা-৮২৪/১৫, সিআর-১১৫/১৪, ০৪। দায়ার-৬৮৯৮/১৮, সিআর-১৪৬০/১৬, প্রসেস-২১২০/২৫ সংক্রান্তে ০৩(তিন) বছরের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত ০৪টি সিআর সাজা ওয়ারেন্টভূক্ত আসামী সৈয়দ মাহবুব মোরশেদ, পিতা-হানিফ, সাং-৩০, মিরিন্ডা লেইন, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম'কে গ্রেফতার করেন।  আসামীর বিরুদ্ধে চান্দগাঁও থানায় ০২টি সিআর সাজা ওয়ারেন্ট মূলতবী আছে। 

এই বিভাগের আরোও খবর

Logo