সাড়ে ৯কেজি গাঁজাসহ ১জনকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ।

মোস্তক আহম্মেদ বাবু প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী , ২০২৫ ১৩:৩৬ আপডেট: ২২ ফেব্রুয়ারী , ২০২৫ ১৩:৩৬ পিএম
সাড়ে ৯কেজি গাঁজাসহ ১জনকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ।
রংপুরের পীরগাছায় সাড়ে ৯কেজি গাঁজাসহ ১জন- কে গ্রেফতার করেছে পুলিশ।

রংপুরের পীরগাছায় সাড়ে ৯কেজি গাঁজাসহ ১জন- কে গ্রেফতার করেছে পুলিশ।
২১ফেব্রুয়ারি বিকেল ৫,৩০ঘটিকায় গোপন সংবাদ এর ভিত্তিতে,এসআই মোঃ রফিক এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে দেউতি বাজার থেকে (২) কি: মি:উত্তর-পশ্চিমে আরাজি চালুনিয়া মৌজায় থেকে মৃত একাব্বর আলীর প্রথম ছেলে,ইয়াকুব আলী (৬০)কে গ্রেফতা- র করেন পীরগাছা থানা পুলিশের একটি চৌকো স্টিম। সূত্রে জানা যায়, রংপুরের পীরগাছা উপজেলায় দেউতি বাজার থেকে প্রায় আনুমানিক ২ কি:মি: উত্তর-পশ্চিমে আরাজি চালুনিয়া মৌজার মৃত,মোঃ একাব্বর আলীর বড় ছেলে ৯কেজি ৫০০গ্রাম গাঁজা সহ মোঃ ইয়াকুব আলী(৬০)কে গ্রেফতার করেন, পীরগাছা থানা পুলিশের একটি চৌকস টিম। গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার ওসির নির্দেশে, উপ-পরিদর্শক (এসআই) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে,ইয়াকুবের বাড়িতে গিয়ে। একচালা টিনের রান্নাঘরে- খড়ের গাধার ভিতর থেকে থেকে। সারে ৯কেজী গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে রিকভা- রি সহ পীরগাছা থানায় নিয়ে আসা হয়। উল্লেখ্য যে, ইয়াকুব আলী (৬০)দীর্ঘদিন যাবত সে,মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে এলাকা -বাসীর সূত্রে জানা যায়। তার এই নেশা জাতীয় মাদ -কদ্রব্য বিক্রির ফলে এলা- কার যুব সমাজ,নষ্টের দিকে ধাবিতো হচ্ছে বলে মন্তব্য করেন স্থানীয় সাধা- রণ মানুষ।আটকৃতকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞা- সাবাদে নিষিদ্ধ মাদক গাঁজা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন । এ বিষয়ে, পীরগাছা থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন,মাদক এবং জুয়ার ব্যাপারে জিরো টলারেন্স আনতে আইনি প্রক্রিয়ার সমস্ত প্রচেষ্টা অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,আইনে মামলা দায়ের করে আদালতের প্রেরণ করা হবে বলে, জানিয়েছেন। 

এই বিভাগের আরোও খবর

Logo