সন্দ্বীপে ট্রাক দুর্ঘটনায় ৪ বছরের শিশু নিহত

মোঃ শাহাদাত হোসেন প্রকাশিত: ২৯ এপ্রিল , ২০২৫ ১১:৫০ আপডেট: ২৯ এপ্রিল , ২০২৫ ১১:৫০ এএম
সন্দ্বীপে ট্রাক দুর্ঘটনায় ৪ বছরের শিশু নিহত
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় গুপ্তছড়া হাইওয়ে সড়কে হারামিয়া ৯ নং ওয়ার্ড সেনেরহাট এর পূর্ব মাথায় ট্রাক দুর্ঘটনায় মুন্না নামের ৪ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়  গুপ্তছড়া হাইওয়ে সড়কে হারামিয়া ৯ নং ওয়ার্ড সেনেরহাট এর পূর্ব মাথায় ট্রাক দুর্ঘটনায় মুন্না নামের ৪ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। 
সেনেরহাট এর পূর্ব মাথায় জে জুয়েলার্সের স্বর্নের দোখানের সামনে দুপুর  ১২:৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।  
মুন্না হারামিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড এর কালামিয়া সুকানির বাড়ির ওমান প্রসাবী রফিকুল ইসলাম এর একমাত্র ছেলে নিহত মুন্নার চাচা এনাম নাহার মোড়ের ব্যবসায়ী সাহাদাত জানায় মায়ের সাথে সেনেরহাট যায় মুন্না নিত্য প্রয়োজনী মুদি বাজার শেষে স্বর্নের দোকানে যায় মায়ের সাথে মুন্না হাতে একটি  বোতল ছিল সেটি রাস্তায়  পড়ে যায়।  বোতল টি আনতে গেলে ঘাতক ট্রাক নিয়ন্তন হারিয়ে  সামনের চাকা মুন্নার মাথার উপর তুলে দেয় ঘটনাস্হলে মুন্না মুত্যু বরন করে। 

এই বিষয়ে সন্দ্বীপ থানা অফিসার ইনচার্জ সফিকুল বলেন থানায় অভিযোগ করা হয়েছে লাশ পোস্ট মার্ডাম এর পরে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে

এই বিভাগের আরোও খবর

Logo