চাটখিল ও সোনাইমুড়ীতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি পালিত হচ্ছে

মোঃ হানিফ প্রকাশিত: ২৭ মে , ২০২৫ ১৬:৩৯ আপডেট: ২৭ মে , ২০২৫ ১৬:৩৯ পিএম
চাটখিল ও সোনাইমুড়ীতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি পালিত হচ্ছে

সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ, চাকুরীর ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চত'র গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষকের শতভাগ পদে সহকারী শিক্ষকদের দ্রুত  পদোন্নতি দেওয়ার দাবীতে সহকারী শিক্ষকদের ঐক্য পরিষদের আহবানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি'র কর্মসূচির অংশ হিসেবে  চাটখিল ও সোনাইমুড়ীতে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি   কর্মসূচি পালিত হচ্ছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চাটখিল উপজেলা শাখার সহ-সভাপতি শফিকুল কবির ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সুজন জানান, ৩ দফা দাবীতে গত ৫ মে থেকে কখনও ১ঘন্টা, কখনও ২ঘন্টা, কখনও অর্ধদিবস কর্মবিরতি সারাদেশে এই কর্মসূচি পালিত হয়েছে। গতকাল  সোমবার থেকে পূর্ণ কর্মবিরতি  পালন করছি । আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত  থাকবে ।  তারা আরো জানান, চাটখিলে ১১৭টি প্রাথমিক বিদ্যালয়ে এই  কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।
সোনাইমুড়ি উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  শহিদুল ইসলাম জানান, সোনাইমুড়িতে ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হচ্ছে।

এই বিভাগের আরোও খবর

Logo