শিবো নদী তীরবর্তী তানোরে জমজমাট বোরা ধান কাটার মৌসুম কৃষকদের মুখে হাসি, কিন্তু ন্যায্য মূল্য নিয়ে উদ্বেগ রয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ এপ্রিল , ২০২৫ ১৭:৩৬ আপডেট: ২২ এপ্রিল , ২০২৫ ১৭:৩৬ পিএম
শিবো নদী তীরবর্তী তানোরে জমজমাট বোরা ধান কাটার মৌসুম কৃষকদের মুখে হাসি, কিন্তু ন্যায্য মূল্য নিয়ে উদ্বেগ রয়ে গেছে
তানোর উপজেলার শিবো নদীর তীরে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

তানোর উপজেলার শিবো নদীর তীরে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জমজমাট হয়ে উঠেছে বোরা ধান কাটার মৌসুম। গ্রামজুড়ে ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মাঠে নামছেন প্রান্তিক কৃষকরা, আর সন্ধ্যা নামা পর্যন্ত চলে এই কর্মব্যস্ততা। স্থানীয়ভাবে এটি "বোরা মৌসুম" নামে পরিচিত, যা কৃষকদের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শীতের শেষে শুরু হওয়া বোরা ধানের আবাদ এখন পুরোপুরি ফলনের পর্যায়ে এসে পৌঁছেছে। শিবো নদীর পলিমাটির উর্বরতা ও সহজলভ্য পানির প্রাচুর্যের কারণে এ অঞ্চলে ধানের উৎপাদন অন্যান্য এলাকার তুলনায় বরাবরই বেশি হয়ে থাকে। বিশেষ করে নদীতীরবর্তী এলাকাগুলোতে ফলন উল্লেখযোগ্যভাবে ভালো হয়। কৃষকদের ভাষায়, “প্রকৃতির সাথে লড়াই করে বাঁচার উপায় খুঁজি আমরা এই ধান চাষে।এই মৌসুমে একটি চমৎকার পারিবারিক ও সামাজিক চিত্র ফুটে ওঠে গ্রামীণ জনপদে। পুরুষেরা ধারালো কাঁচি হাতে ধান কাটেন, নারীরা খেতের মাঝখানে বেঁধে রাখেন, আর কিশোররা তা এক জায়গায় গাদা করেন। অনেক ক্ষেত্রেই প্রতিবেশীরা একে অপরের সহায়তায় পাশে দাঁড়ান, ফলে সহমর্মিতা ও সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি হয় গ্রামে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। অনেকেই বলছেন, “এবারের ধানে শিষ আছে, ওজনে ভারী, যা খুবই আশাব্যঞ্জক।” তবে এ আনন্দে রয়েছে এক অজানা শঙ্কাও—ধানের ন্যায্য মূল্য পাওয়া যাবে তো? কুটিপাড়া গ্রামের মোস্তফা, আশরাফুল বলেন প্রান্তিক কৃষকদের অনেকেই অভিযোগ করেছেন, গত কয়েক বছর ধরে উৎপাদনের খরচের তুলনায় বাজারদর ছিল অনেক নিচে। সরকার নির্ধারিত দামে ধান কেনার ঘোষণা দেওয়া হলেও বাস্তবে তার সঠিক বাস্তবায়ন হয় না বলেই অভিযোগ। ফলে তারা চায়, এবারের মৌসুমে সরকার দ্রুত মাঠপর্যায়ে ধান সংগ্রহ শুরু করুক এবং ন্যায্য মূল্য নিশ্চিত করুক।তানোর গোল্লাপাড়া গ্রামের স্থানীয় কৃষক আজহার আলী বলেন, এই ধানই আমাদের এক বছরের খাবার, বাচ্চাদের স্কুল, ঋণ শোধ—সবকিছুর আশা। দাম না পেলে আমাদের জীবন থেমে যাবে। এই বোরা ধান কৃষকের ঘরে পৌঁছাতে পারলে শুধু খাদ্যনিরাপত্তাই নয়, তাদের আর্থিক স্বস্তিও নিশ্চিত হয়। তাই এই মৌসুম শুধু একটি কৃষিকাজ নয়, বরং এটি প্রান্তিক কৃষকের জীবনের মৌলিক নিরাপত্তার বাহক।এই সুন্দর ফলনের জন্য তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান ও সরকার  কর্তৃপক্ষের উচিত হবে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ধান সংগ্রহ ও বাজার ব্যবস্থাপনাকে কার্যকরভাবে পরিচালনা করা। তাহলে এই পরিশ্রমী কৃষকদের মুখে সত্যিকারের হাসি ফুটবে।

এই বিভাগের আরোও খবর

Logo