ঝালকাঠির কাঠালিয়ায় নুর সাইদ (১২) নামে শ্রেণি কক্ষে এক শিক্ষার্থী অজ্ঞান হয়ে পরেছে। ২৯ এপ্রিল সোমবার উপজেলার উত্তর চেঁচরী দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে। নুর সাইদ কাঠালিয়া উপজেলার ১নং চেঁচারীরামপুর ইউয়িনের উত্তর চেঁচরী গ্রামের মিজানুর রহমান বেপারীর একমাত্র পুত্র।
ঝালকাঠির কাঠালিয়ায় নুর সাইদ (১২) নামে শ্রেণি কক্ষে এক শিক্ষার্থী অজ্ঞান হয়ে পরেছে। ২৯ এপ্রিল সোমবার উপজেলার উত্তর চেঁচরী দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে। নুর সাইদ কাঠালিয়া উপজেলার ১নং চেঁচারীরামপুর ইউয়িনের উত্তর চেঁচরী গ্রামের মিজানুর রহমান বেপারীর একমাত্র পুত্র।
মাদরাসার সুপার সৈয়দ মোঃ বেলায়েত হোসাইন জনান, দুপুর সাড়ে বারোটার দিকে ক্লাশ চলাকালীন সময়ে সেমিপাকা টিন সেটের ঘরে অতিরিক্ত তাপপ্রবাহের কারনে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নুর সাইদ হঠাৎ অসুস্থ হয়ে পরে এবং এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। বিষয়টি তার বাবাকে জানানোর সাথে সাথে তার বাবা উপস্থিত হয় এবং প্রাথমিক চিকিৎসার জন্য কৈখালী বাজারে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা চালাকালে নুর সাইদের জ্ঞান ফিরে আসে। সুপার আরো জানান ওর অসুস্থতা দেখে আমরা খুব ভয় পেয়ে গিয়ে ছিলাম।
নুর সাইদের পিতা মিজানুর রহমান জানান, দুপুরের দিকে হঠাৎ মাদরাসার সুপার ফোন করে আমাকে জানায় আমার ছেলে নুর সাইদ অসুস্থ হয়ে পড়েছে। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দেখি ছেলে অজ্ঞান অবস্থায় আছে। পরে কৈখালী বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা শুরু করার পরে আল্লাহর রহমতে আমার ছেলের জ্ঞান ফিরে আসে এবং প্রাথমিক চিকিৎসা শেষে ছেলেকে বাড়িতে নিয়ে আসি।