কক্সবাজারে ছবি সহ ভোটার তালিকা হাল নাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন এর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন,সুন্দর ও উৎসব মুখর পরিবেশে সকল নির্বাচন সফলভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসন, আইন শৃংখলা বাহনী সহ সংশ্লিষ্ট সকলকে নির্বাচন আইন অনুযায়ী স্ব স্ব দায়িত্ব সঠিকভাবে পালন করার পরামর্শ দেন। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনেনর সভাপতিত্বে এতে ভারপ্রাপ্ত পুলিশ সুপার শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের সিইসি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী এ বছর ডিসেম্বর বা আগামী বছর এর জুন মাসে নির্বাচন হতে পারে। সেভাবেই নির্বাচন কমিশন প্রস্তুতি গ্রহণ করছে। তিনি বলেন,একটি সুন্দর ও সুষ্ঠ নির্বাচনের জন্য কোয়ালিটি ভোটার তালিকা প্রয়োজন। আশা করা যায় এ বছরের জুন মাসের মধ্যে তা তৈরী করা যায় হবে।