শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে

মাসুদ রেজা ফিরোজী প্রকাশিত: ১২ জুন , ২০২৪ ০৮:৫৭ আপডেট: ১২ জুন , ২০২৪ ০৮:৫৭ এএম
শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে
স্থানীয় সূত্রে জানা গেছে, শিচরের চান্দেরচর বাজারের খামারি মিলন মুন্সির খামারে রাত ৩টার দিকে আগুন লাগে। এসময়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে খামারে রাখা ১৩টি গরু যা পুড়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৬ লক্ষ টাকা। একই সাথে প্রায় ১০ লক্ষ টাকার মুরগি পুড়ে মারা যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মাদারীপুরের শিবচর উপজেলার চান্দেরচর বাজারে মঙ্গলবার (১১ জুন) রাত ৩টার দিকে আগুনে পুড়ে ১৩টি গরু মারা গেছে। সেই সাথে প্রায় ১০ লক্ষ টাকার মুরগি মারা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিচরের চান্দেরচর বাজারের খামারি মিলন মুন্সির খামারে রাত ৩টার দিকে আগুন লাগে। এসময়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে খামারে রাখা ১৩টি গরু যা পুড়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৬ লক্ষ টাকা। একই সাথে প্রায় ১০ লক্ষ টাকার মুরগি পুড়ে মারা যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্থ খামারি মিলন মুন্সি জানান, এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই প্রায় ১০ লাখ টাকার মুরগি ও ১৩ টি গরু মারা গেছে।শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক।

এই বিভাগের আরোও খবর

Logo