পটুয়াখালী গলাচিপায় চাঞ্চল্যকর হত্যা মামলার চার আসামী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী , ২০২৫ ১৩:৫৬ আপডেট: ২৪ ফেব্রুয়ারী , ২০২৫ ১৩:৫৬ পিএম
পটুয়াখালী গলাচিপায় চাঞ্চল্যকর হত্যা মামলার চার আসামী গ্রেফতার।
পটুয়াখালী গলাচিপায় চাঞ্চল্যকর হত্যা মামলার চার আসামী গ্রেফতার।

পটুয়াখালীর গলাচিপায় গত ১৩ই ফেব্রুয়ারী তারিখে রতনদী তালতলী ইউনিয়নের গ্রামার্দ্দন এলাকায় আপন চাচাতো ভাই মোঃ ওয়াজেদ সিকদার ও মোঃ কুদ্দুস সিকদারের মধ্যে বসত ভিটার জমিকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ওয়াজেদ সিকদার ও তার ছেলে মোঃ শামীম সিকদার গুরুতর অসুস্থ হয়ে পর। এঘটনায় গত ১৫ই ফেব্রুয়ারী ঢাকায় চিকিৎসারত অবস্থায় মোঃ শামীম সিকদার মারা যায়। উক্ত ঘটনায় বাদীর এজাহারের প্রেক্ষিতে একটি হত্যা মামলা রুজু করা হয়। এবিষয়ে পটুয়াখালী পুলিশ সুপার এর দিকনির্দেশনায় প্রযুক্তির সহায়তায় এজাহারভুক্ত ৬ জন এর মধ্যে থেকে ৪ জন আসামীদের গত ২২ ফেব্রুয়ারী র‍্যাবের সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয়। এবিষয়ে গলাচিপা সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ সৈয়দউজ্জামান সাংবাদিকদের প্রেস ব্রিফিং দেন। তিনি জানান আসামীদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদ শেষে আাসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।

এই বিভাগের আরোও খবর

Logo