মোহনগঞ্জে সিন্ডিকেটে সয়াবিন তেলের সংকট।

হামিমুর রহমান চৌধুরী প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী , ২০২৫ ১৬:১০ আপডেট: ২৭ ফেব্রুয়ারী , ২০২৫ ১৬:১০ পিএম
মোহনগঞ্জে সিন্ডিকেটে সয়াবিন তেলের সংকট।
মোহনগঞ্জে কিছু অসাধু ডিলার ব্যবসায়ী রমজান উপলক্ষে সিন্ডিকেটের মাধ্যমে বাজারে সয়াবিন তেল সংকট তৈরি করেছে।

মোহনগঞ্জে কিছু অসাধু ডিলার ব্যবসায়ী রমজান উপলক্ষে সিন্ডিকেটের মাধ্যমে বাজারে সয়াবিন তেল সংকট তৈরি করেছে। সয়াবিন তেল ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যতেও মূল্য বৃদ্ধির অভিযোগ উঠে। 
বৃহস্পতিবার মোহনগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হলরুমে, ইউএনও জুয়েল আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি এম এ কাদের,মোহনগঞ্জ থানার ওসি মো ঃ আমিনুল ইসলাম,  ইউপি চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক, মোহনগঞ্জ সাংবাদিক এমএস দোহা,মাসুম আহম্মেদ,হাফিজুর রহমান চয়ন, সাইফুল আরিফ জুয়েল, জাকারিয়া তুষার প্রমুখ, মাদ্রাসা শিক্ষক নূরুল হুদা প্রমুখ। বক্তারা রমজান উপলক্ষে মোহনগঞ্জে মদের দোকান এক মাস বন্ধ রাকতে  দাবী জানান,  সেই সাথে   বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা,বাজার মনিটরিং, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসনে ব্যবস্থা নেয়া সহ বিভিন্ন বিষয় গুরুত্ব দিয়ে থাকেন।
এসব বিষয় কঠোর ভাবে মোকাবেলা করার আশ্বাস দেন প্রশাসন। 

এই বিভাগের আরোও খবর

Logo