শিবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন

মোঃ মাইনুল ইসলাম প্রকাশিত: ৯ মার্চ , ২০২৫ ১১:৪৭ আপডেট: ৯ মার্চ , ২০২৫ ১১:৪৭ এএম
শিবগঞ্জে আন্তর্জাতিক  নারী দিবস পালন
"অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন" এই প্রতিপাদ্যে- শিবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে

"অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন" এই প্রতিপাদ্যে- শিবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মো: আজাহার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি অফিসার নয়ন মিয়া, উপজেলা মহিলা বিষয়ক অফিসার উম্মে সুমাইয়া ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহিন আকতারসহ অন্যরা। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নারীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo