বগুড়া শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ফোরকান আলী ‘হত্যা’ মামলায় গ্রেফতার অব্যাহত রয়েছে। পুলিশ সোমবার রাতে উপজেলার চাঁচাইতারা গ্রামে আসামির নিজ বাড়ি থেকে তদন্তে পাওয়া আসামি উপজেলা তাঁতী লীগের যুগ্ম-আহবায়ক সাব্বির হোসেন (২৫) কে ২৯ জুন (রবিবার) রাত ১টা ৩০ মিনিটে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সাব্বির হোসেন উপজেলার চাঁচাইতারা গ্রামের কুরবান আলীর ছেলে।
উল্লেখ্য, যুবদল নেতা ফোরকান আলী (৪৭) শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ঘাসিড়া গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। ২০২৩ সালের ৩ ডিসেম্বর সকালে সাজাপুর এলাকায় সরকারি বিরোধী মিছিলে তার মৃত্যু হয়। খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী ফোরকানকে গুলি করে হত্যা করা হয়েছে এমন অভিযোগে গত বছরের ১ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬০ জনের নাম উল্লেখ করে ৫৬০ জনকে আসামি করে আদালতে মামলা করেন। মামলাটিতে অস্ত্র আইন, হত্যাচেষ্টা, মারধর, বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ আনা হয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম পলাশ জানান, ‘গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে’।