সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল চট্টগ্রামের লোহাগাড়ায় শিশু হেনস্তাকারী নুরুল ইসলাম (৪৫) নামে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) দুপুরে সাতকানিয়া পৌরসভার ছমাদার পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত নুরুল ইসলাম সাতকানিয়া পৌরসভার ছমাদার পাড়া এলাকার আব্দুস ছালামের পুত্র। জানা যায়, গত ১১ মার্চ রাতে লোহাগাড়া উপজেলা সদর বটতলী স্টেশনের স্কুল রোড সংলগ্ন এক ডিপার্টমেন্টাল স্টোরে কর্মরত এক শিশুকে হেনস্তা করা হয়। কয়েকদিন আগে সেই সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিচয় শনাক্ত করে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। লোহাগাড়া থানার এসআই জাহেদুল ইসলাম জানান, এই ঘটনায় শিশুর পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। রোববার (২৩ মার্চ) তাকে আদালতে সোপর্দ করা হবে।