লামা উপজেলায় ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে

মোহাম্মদ হাছান প্রকাশিত: ২৬ মার্চ , ২০২৪ ১৪:৪৩ আপডেট: ২৬ মার্চ , ২০২৪ ১৪:৪৩ পিএম
লামা উপজেলায় ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে
লামা উপজেলায় ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লামা উপজেলায় ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে  উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার  সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌং এর সভাপতিত্বে দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা পরিষদ সদস্য শেখ মাহাবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান  মিলকী রাণী দাশ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সরকারি ও বেসরকারি অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

গণহত্যা দিবসের আলোচনা সভায় বক্তারা ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি পাক হানাদার বাহিনীর যে গণহত্যা চালিয়েছিল তার চিত্র এবং স্বাধীন বাংলাদেশ অর্জনে বাঙ্গালীদের ভূমিকার কথা তুলে ধরেন।


এই বিভাগের আরোও খবর

Logo