লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নের পূর্ব সিংহ গ্রাম (কামরাপুর) জামে মসজিদের ইমাম ও খতিব মাও. তাজুল ইসলাম সাহেবকে ছাদখোলা গাড়ি করে মোটরসাইকেল শোডাউন এর মাধ্যমে অবসরজনিত বিদায় সংবর্ধনা করা হয়।
লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নের পূর্ব সিংহ গ্রাম (কামরাপুর) জামে মসজিদের ইমাম ও খতিব মাও. তাজুল ইসলাম সাহেবকে ছাদখোলা গাড়ি করে মোটরসাইকেল শোডাউন এর মাধ্যমে অবসরজনিত বিদায় সংবর্ধনা করা হয়।গতকাল ১৫ই নভেম্বর রোজ শুক্রবার আসরের নামাজের পর পূর্ব সিংহ গ্রাম (কামরাপুর) জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাজুল ইসলামকে ৪৬ বৎসর ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করার পর বার্ধক্য জনিত কারণে কর্মজীবন অবসর নেন। পূর্বসিংহগ্রাম যুব সংগঠনের উদ্যোগে হুজুরের অবসরজনিত বিদায় কে কেন্দ্র করে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিদায়ী হুজুর মাও.তাজুল ইসলাম সাহেব কে গাড়িবহরে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে নিজ বাড়ি পৌঁছে দেন যুবক ও মুসুল্লিরা।এমন মহৎ কাজ দেখে যুবক ও মুসল্লিদের প্রশংসা করেন আলেম-ওলামাগন।হুজুরকে বিদায় বেলা হুজুরের ছাত্ররা ও যুবকদের চোখে কান্নার রোল পরে যায়।এ ব্যাপারে বিদায়ী হুজুর মাওলানা তাজুল ইসলাম সাহেব বলেন,আমাী জীবন ধন্য আমার ছাত্ররা মুসুল্লিরা যা করেছে,তা আমার জন্য চির অম্লান এবং উপস্থিত সকলের কাছে দোয়া চেয়েছেন। স্থানীয়রা বলেন কোন ইমামকে এত সুন্দর সম্মানের সহিত বিদায় দিতে প্রথম দেখলাম।এত সুন্দর আয়োজনের প্রশংসা করেন অনেকেই।সংগঠনের সদস্যরা বলেন হুজুর ছিল আমাদের মাথার তাজ তিনি সারা জীবন আমাদের হৃদয়ে থাকবেন বলে কান্নায় ভেঙে পড়েন তারা।জানা যায়,পূর্ব সিংহগ্রাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাজ্জুল ইসলামের বাবা ছিলেন এই মসজিদের ইমাম মাও.ছদর হোসেন।প্রায় ৪৬ বছর আগে মাওলানা ছদর হোসেন অবসরের পরে বিদায় হুজুর মাও.তাজুল ইসলাম এই মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর সুনামের সহিত ৪৬ বছর ইমাম ও খতিবের এই মহান পেশায় দায়িত্ব পালন করেন। ৪৬ বছর পর বার্ধক্য জনিত কারণে অবসরে যান মাও.তাজুল ইসলাম সাহেব। বর্তমানে এই মসজিদে নতুন ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাওলানা তাজুল ইসলাম সাহেবের বড় ছেলে মাওলানা মুফতি মনিরুল ইসলাম মনির সাহেব।