লাখাই উপজেলার কোন প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন হয়নি বিগত অক্টোবর মাসের।
লাখাই উপজেলার কোন প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন হয়নি বিগত অক্টোবর মাসের। তথ্য অনুসন্ধানে জানা যায়, লাখাই উপজেলায় প্রাইমারি স্কুলের সংখ্যা ৭২ টি।মহান পেশা শিক্ষকতায় নিয়োজিত আছেন ৪২২ জন শিক্ষক। যার মধ্যে প্রধান শিক্ষক ৫৬ জন এবং সহকারী শিক্ষক ৩৫৩ জন। এ উপজেলায় প্রধান শিক্ষক শুন্য পদ ১৬ টি, সহকারি শিক্ষক শুন্য পদ ৩০ টি।৪২২ জন শিক্ষকের মধ্যে বেতন পায়নি অক্টোবর মাসে কোন শিক্ষক। সঠিক সময়ে বেতন না পাওয়ার কারণে খুব কষ্টের সহিত সংসারে খরচ চালাতে হচ্ছে শিক্ষকদের। এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা অফিসার(ATO) প্রনয় কান্তি মালদার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমাদের উপজেলায় শিক্ষা অফিসার (TO) নাই, বেতন হয় উপজেলা শিক্ষা অফিসারের আইডি থেকে। নতুন উপজেলা শিক্ষা অফিসার যোগদানের পরে উনার আইডি থেকে বেতন হবে বলে জানান।বেতন কবে নাগাদ পাবে প্রশ্ন করলে, তিনি কোন সদ উত্তর দিতে পারেনি।এবং এ ব্যাপারে উপজেলা হিসাবরক্ষকের সাথে কথা বলার জন্য তিনি পরামর্শ দেন।এব্যাপারে সহকারী শিক্ষা অফিসার কামরুজ্জামান বলেন, সাবেক শিক্ষা অফিসার LPC কারণে এমনটা হচ্ছে বলে জানান।তিনি আরো বলেন DDO( আয়ন ব্যয়োন) কর্মকর্তা বেতন সম্পর্কে ভালো জানেন।ATO প্রনয় কান্তি মালদারের পরামর্শ অনুযায়ী উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমাদের কাছে অনলাইনে বেতনের চাহিদা চাইলে আমরা বেতন করি।এব্যাপারে জেলা শিক্ষা অফিসার গোলাম মাওলার সাথে যোগাযোগ করলে বলেন, শিক্ষা অফিসারের বদলিজনিত কারণে ID ট্রান্সফার না হওয়ায় এমনটা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে বেতন হবে বলে তিনি জানান।