লাখাইয়ে স্বজন গ্রাম নোহাটি গজারি নদীর পাড়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে ৫ থেকে ৬ লক্ষ টাকার ধলজালি।

পারভেজ মিয়া প্রকাশিত: ১৯ নভেম্বর , ২০২৪ ১৬:০৭ আপডেট: ১৯ নভেম্বর , ২০২৪ ১৬:০৭ পিএম
লাখাইয়ে  স্বজন গ্রাম নোহাটি গজারি নদীর পাড়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে ৫ থেকে ৬ লক্ষ টাকার ধলজালি।
১৮ অক্টোবর রোজ সোমবার দিবাগত রাত আনুমানিক পৌনে তিনটার সময় লাখাই স্বজন গ্রাম নোহাটি গজারি নদীর পাড়ে পরিকল্পিতভাবে দুষ্কৃতকারীরা পায় ৫ থেকে ৬ লক্ষ টাকার ধলজ্বালিতে আগুন লাগিয়ে দেয়।

১৮ অক্টোবর রোজ সোমবার দিবাগত রাত  আনুমানিক পৌনে তিনটার সময় লাখাই স্বজন গ্রাম নোহাটি গজারি নদীর পাড়ে পরিকল্পিতভাবে দুষ্কৃতকারীরা পায় ৫ থেকে ৬ লক্ষ টাকার ধলজ্বালিতে আগুন লাগিয়ে দেয়।ঘটনার বিবরণে জানা যায়, ঘটনার সময় রাত আনুমানিক পৌনে তিনটার সময় স্বজন গ্রাম নোহাটি গজারী নদীর পাড়ে ধলেশ্বরী ৩ লিজকৃত নদী বাদ দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকার জাল ওইখানে রাখেন স্বজন গ্রামের মৃত. সোনার চান দাসের ছেলে প্রিয়তোষ দাস এবং পূর্ব রুহিতুনশি গ্রামের মৃত হরচান দাসের ছেলে কৃষ্ণ দাস। ওই জ্বাল গুলো পাহারায় নিয়োজিত ছিলেন, নিতাই দাস, নিত্য দাস, রঞ্জিত দাস সহ আরো কয়েকজন। তারা সেখানে অস্থায়ীভাবে ত্রিপল দিয়ে থাকার ব্যবস্থা করে এখানে জ্বাল পাহাড়া দেন। ঘটনার সময় কয়েকজন ঘুমিয়ে ছিল কয়েকজন সজাগ অবস্থায় ছিল। হঠাৎ রাত আনুমানিক পৌনে তিনটার সময় তাদের জ্বালের আটির মধ্যে ও নৌকায় ডিজেল দিয়ে আগুন লাগিয়ে দেয়। আগুন দেখে পাহারাদার গুলো চিৎকার শুরু করলে ঘটনার স্থান থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখে কয়েকজন। পাহারাদাররা বলেন পালিয়ে যাওয়া লোকদের

এই বিভাগের আরোও খবর

Logo