রাঙামাটি জেলার লংগদু উপজেলার মাইনীমূখ বাজারে রোগাক্রান্ত গরু জবাই করে মাংসে রং মিশিয়ে বাজারে বিক্রি করাকালীন ম্যাজিস্ট্রেটের অভিযানে ধরা পড়েছে ব্যবসায়ী মনিরুজ্জামান মনা। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ মাইনীমুখ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ীকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন।
রাঙামাটি জেলার লংগদু উপজেলার মাইনীমূখ বাজারে রোগাক্রান্ত গরু জবাই করে মাংসে রং মিশিয়ে বাজারে বিক্রি করাকালীন ম্যাজিস্ট্রেটের অভিযানে ধরা পড়েছে ব্যবসায়ী মনিরুজ্জামান মনা। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ মাইনীমুখ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ীকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন।ব্যবসায়ী মনিরুজ্জামান মনা লংগদু উপজেলার মাইনীমূখ ইউনিয়নের বাসার আলীর ছেলে। তিনি নিয়মিত মাইনী বাজারে মাংস বিক্রি করে আসছেন। লংগদু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অনন্ত চাকমা বলেন, এর আগেও ওই মাংস ব্যবসায়ী অসুস্থ গরু জবাই করে মাংস ফ্রিজিং করে নষ্ট মাংস বিক্রি করেছিল। এবং আমাদের কাছে একটি অঙ্গীকারনামা দেন, এরকম ভুল সে আর কখনো করবে না। কিন্তু তিনি আজ(শনিবার) বাজারের দিন সকালে আবারো একই কাজ করেছে,পরক্ষণে সে দোষ স্বীকার করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ বলেন, অভিযোগ স্বীকার করায় মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সে ভবিষ্যতে মাইনী বাজারে আর মাংস বিক্রি করতে পারবে না বলে বাজার কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।