লংগদুতে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভাটি উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এ সময় লংগদু থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা প্রকৌশলী মোঃ ইমাম হোসেন, মৎস্য কর্মকর্তা তানবীর আহমেদ, উপজেলা রিসোর্স অফিসার মোবারক হোসেনসহ বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা, সেনাবাহিনী, বিজিবি, আনসার ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সকল ইউনিয়নের চেয়ারম্যান, প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় লংগদু থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ বলেন, উপজেলার সার্বিক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে কেউ যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে যার যার অবস্থান থেকে সতর্ক থাকব। আয়ার সামনে রমজান মাস আসছে। তাই রমজান মাসের পবিত্রতা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং দ্রব্যমূল্য যেন স্বাভাবিক থাকে সে বিষয়ে ব্যবসায়ীদের প্রতি সতর্ক থাকার আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদ সন্ত্রাস ও নাশকতা রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সকলকে স্ব-স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহনের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া মাদক, চুরি, লোডশেডিং, মাইনীমুখ বাজার ব্যবসায়ী কমিটি, শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরিশেষে উপরোক্ত বিষয়ে সমাধানকল্পে বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনামুলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদ।