রেল শ্রমিক দলের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ও শ্রমজীবী মানুষের অধিকার শীর্ষক আলোচনা সভা চট্টগ্রামে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে ২০বছরে দেশকে সাজানোর যে পরিকল্পনা করেছিলেন তাঁর ওই পরিকল্পনার চিত্রই হলো আজকের এই রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।১৮ ডিসেম্বর বুধবার সকালে সিআরবি চত্ত্বরে রেলওয়ে শ্রমিক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে "রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ও শ্রমজীবী মানুষের অধিকার" শীর্ষক আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা শাহাদাত হোসেন এসব কথা বলেন। রেল শ্রমিক দল সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্ত্বে এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক এড এম.আর মনজু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সংগঠনের সহ সভাপতি কামাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন, সাংগঠনিক আবুবকর ছিদ্দিক, মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মারুফ হোসেন, বিভাগীয় সমন্বয়ক মনির আহমেদ, দেলোয়ার হোসেন, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, ইফতেখার উদ্দীন মেহেদী। আব্দুল কালাম, রফিকুল ইসলাম, মাকসুদুর রহমান, আমিরুজ্জামান, কামাল হোসেন, ছাবের আহমেদ, ফিরোজ আলম, শরিফুল আলম, তালেব উদ্দীন, আবদুল কালাম,কাওছার হোসেন,সালাউদ্দিন,মনছুর আলম, কাউসার হোসেন, মোঃ আব্দুল আউয়াল সহ আরো অনেকে।
সভায় শ্রমিকদের ১০ দফা দাবী এবং রেল উন্নয়নে ১৬ দফা সুপারিশ বাস্তবায়নের দাবী পূন:ব্যক্ত করা হয়।