রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৮ সেপ্টেম্বর , ২০২৫ ১৫:১৩ আপডেট: ৮ সেপ্টেম্বর , ২০২৫ ১৫:১৩ পিএম
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন একজন। রাজবাড়ী কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কের কালুখালী উপ‌জেলার বাংলা‌দেশ হাট নামক স্থা‌নে এ দুর্ঘটনা ঘ‌টে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে ১০ টার দিকে দুটি মোটরসাইকেল দ্রুত গতিতে পাল্লা দিয়ে কালুখালী থেকে পাংশার দিকে যাচ্ছিল। পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় পৌছালে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ ও স্বাধীন নামে দুজন নিহত হন। গুরুতর আহত হন শাওন নামে একজন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরোও খবর

Logo