কিশোরগঞ্জ-৬ (বাজিতপুর-নিকলী) আসনের সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেনকে মেহেরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ
কিশোরগঞ্জ-৬ (বাজিতপুর-নিকলী) আসনের সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেনকে মেহেরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) ভোরে শহরের তাহের ক্লিনিকপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দীন জানান, মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার একটি বাড়িতে আফজাল হোসেন অবস্থান করছেন। এমন একটি সংবাদ দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের রিকুইজেশন (অধিযাচন)। সেই সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল আফজালের জুতার ফ্যাক্টরির কর্মচারী মামুনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় বাড়ির মালিক ও ফ্যাক্টরির কর্মচারী মামুনকে।
জিজ্ঞাসাবাদে মামুন জানান, রোববার রাতে মালিক আফজাল হোসেন তার বাড়িতে আসে। জেলার যেকোনো একটি সীমান্তের কাঁটাতার পেরিয়ে তার ভারত যাওয়ার কথা ছিল।
ওসি আরও জানান, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি দল ইতিমধ্যে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সন্ধ্যার মধ্যে ওই দলটি এখানে পৌঁছানোর কথা রয়েছে। তখন জানা যাবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ রাতেই কিশোরগঞ্জ থানার পুলিশের ওই দলটির হাতে এমপি আফজালকে হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছেন মেহেরপুর থানা পুলিশ।