রমজান শুরু হতেই নরসিংদীতে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ মার্চ , ২০২৫ ১২:০৮ আপডেট: ১৩ মার্চ , ২০২৫ ১২:০৮ পিএম
রমজান শুরু হতেই নরসিংদীতে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী
রমজান শুরু হতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। প্রতিদিনের বাজারদর সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে

রমজান শুরু হতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। প্রতিদিনের বাজারদর সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। ব্যবসায়ীরা সরবরাহ সংকট ও আমদানি ব্যয়ের অজুহাত দেখালেও ক্রেতারা বলছেন, বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর তদারকির অভাবেই অসাধু ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়াচ্ছে।      নরসিংদীর বাজার ঘুরে দেখা গেছে, চাল, ডাল, চিনি, তেল, ছোলা, ডিম, মাংস, সবজি ও খেজুরের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।    বাজারে খোলা ভোজ্য তেল ১৮০ টাকা, আলু ২৫ টাকা , পেঁয়াজ ৩০-৩২ টাকা, কাঁচা মরিচ ৪৫-৫০ টাকা, রুই মাছ ৩৫০ টাকা, লেবু (হালি) ৪২ টাকা।  নিত্যপণ্যের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জীবনযাত্রা চরম সংকটে পড়েছে।    নরসিংদী বড় বাজারে নিত্যপণ্য কিনতে আসা এক ক্রেতা বলেন, "রমজান এলেই সব জিনিসের দাম বাড়ে। অথচ সরকার কোনো ব্যবস্থা নেয় না। আমাদের মতো মধ্যবিত্তদের কষ্ট দিন দিন বাড়ছে।"  অন্যদিকে, এক খুচরা বিক্রেতা বলেন, "আমাদের হাতেও মালিকরা বেশি দামে দিচ্ছে। আমরা কম দামে কিনতে পারলে কম দামেই বিক্রি করতাম।"  বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাস্কফোর্স ও প্রশাসন অভিযান শুরু করেছে। ইতোমধ্যে অতিরিক্ত দাম রাখার অভিযোগে কয়েকটি বাজারে জরিমানা করা হয়েছে। তবে সাধারণ মানুষ বলছে, এসব অভিযান সাময়িক, বাজারের লাগাম টানা সম্ভব হচ্ছে না।    এদিকে, হাজীপুর বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহিদুল কবির ভূঁইয়া (জাহিদ) বলেন, "রমজানে সাধারণ মানুষের কষ্ট লাঘবে বিএনপির পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণসহ বিভিন্ন সেবামূলক কর্মসূচি নেওয়া হয়েছে।"  তিনি আরও বলেন, "জেলা প্রশাসন বাজার মনিটরিং জোরদার করলে সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে।"  নরসিংদী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ছাইফুল ইসলাম জানান, "রমজান উপলক্ষে সুলভ মূল্যে ডিম, দুধ ও মুরগি বিক্রির কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার এই কার্যক্রম চলবে, যা ঈদ পর্যন্ত বহাল থাকবে।"  সুলভ মূল্যে বিক্রিত পণ্য সমূহ দুধ (প্রতি লিটার) ৮০ টাকা, ডিম (১২টি)  ১০০ টাকা, (২৪টি)  ২০০ টাকা , মুরগি (প্রতি কেজি) ১৭০ টাকা । এই উদ্যোগে স্বল্প আয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।     নরসিংদী জেলা প্রশাসক জানান, "রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং চলছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"  অর্থনীতিবিদদের মতে, বাজারে সরবরাহ ব্যবস্থা উন্নত না হলে এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকলে সিন্ডিকেটের কবলে পড়ে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।    ভোক্তারা টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ বাড়ানোর পাশাপাশি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। 

এই বিভাগের আরোও খবর

Logo