জংশন স্টেশন টিকিট চাওয়ায় সেনা সদস্যর মারপিট টিটিই-অ্যাটনডট

মোঃ এরশাদ আলী প্রকাশিত: ৪ মে , ২০২৪ ০৭:১৬ আপডেট: ৪ মে , ২০২৪ ০৭:১৬ এএম
জংশন স্টেশন টিকিট চাওয়ায়  সেনা সদস্যর মারপিট টিটিই-অ্যাটনডট
টিকিট চাওয়াকে কেন্দ্র করে বগুড়ার আদমদীঘির শান্তাহার জংশন স্টেশন টিটিই, অ্যাটনডট ও গার্ডসহ চার জনকে মারপিট আহত করছে সেনা সদস্যরা। বহস্পতিবার বিকল ৫টার দিক সান্তনা হার স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম পঞ্চগড় এক্সপ্রস ট্রেনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রায় দেড় ঘন্টা বিলম্ব সন্ধ্যা ৬টা ৪০ মিনিট ট্রেনটি ছেরে যায়।

টিকিট চাওয়াকে কেন্দ্র করে বগুড়ার আদমদীঘির শান্তাহার জংশন স্টেশন টিটিই, অ্যাটনডট ও গার্ডসহ চার জনকে মারপিট আহত করছে সেনা সদস্যরা। বহস্পতিবার বিকল ৫টার দিক সান্তনা হার স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম পঞ্চগড় এক্সপ্রস ট্রেনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রায় দেড় ঘন্টা বিলম্ব সন্ধ্যা ৬টা ৪০ মিনিট ট্রেনটি ছেরে যায়।

পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সৈয়দপুর ও পারবর্তীপুর সনাবাহিনীর ক্যাম্প থেকে বহস্পতিবার (সাপ্তাহিক নাইট পাশ) ছুটি নিয় তারা পঞ্চগড় থক ছেড়ে আসা ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রস’ আÍঃনগর ট্রেনে বাড়ির উদ্দশ্য যাছিলন। বিকাল পৌনে ৪টায় ট্রনটি ফুলবাড়ি স্টশন পৌঁছে। এসময় ওই ট্রেনের শিতাতপ নিয়¿িত (এসি) 'গ' নম্বর বগিত থাকা আল আমিনসহ বশে কয়কজ সেন সদস্যর কাছে ওই ট্রেনের দায়িত্বরত টিটিই রাসেল হাসন টিকিট চাইলে তারা দেখাতে ব্যর্থ হন। তাদের টিকিট কাটতে বললে একপর্যায় ওই টিটিইর সাথে তাদের বাকবিতন্ডা (হট্টগাল) বাঁধে। এসময় টেনে থাকা অ্যাটনডট আব্দুল মালেক ও গার্ড আবদুস সাত্তার বিষয়টি সমাধানের জন্য এগিয় আসনে।

ওই ট্রেনের পরিচালক (গার্ড) আব্দুস সাত্তার কালবেলাকে জানান, ‘টেনটি শান্তাহার স্টেশন পৌঁছলে ওই ট্রেনের বিভিন বগিতে ছুটি পাওয়া বাড়িতে যাত্রা করা ১৫-২০জন সেনা সদস্য একত্রিত হয় ওই ট্রেনর আরকজন গার্ড, টিটিই ও অ্যাটনডটসহ ৪-৫ জনকে কিল, ঘুষি ও চয়ার দিয় মারপিট করে আহত করেন। এমনকি তিনি প্রাণ নাসের ভয় দেখান ট্রেনের পাওয়ার কার অব¯ান নন। সখানও তাঁরা ভাঙচুর করন।’
কয়কজন সনাসদস্যের সাথ যাগাযাগ করা হলেও তাঁরা সাংবাদিকদর সাথে কথা বলতে রাজি হননি।  
সান্তনাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শর নরেন চদ্র জানান, খবর পেয়ে ট্রেনের দায়িত্বরতদের আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়ছে। 

সানতহার স্টেশন মাস্টার হাবিবুর রহমান হাবিব কালবেলাকে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা জন্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। রেলওয়ে পশ্চিমাঞ্চলর মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার মহাদয়ের নির্দশে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়ছে। তাকে এই বিষয়টি অবগত করা হয়ছে। তিনি ঘটনাটি দখছেন।  

এই বিভাগের আরোও খবর

Logo