রংপুরের ঐতিহ্যবাহি সাহিত্য সংগঠন ও লেখক সংসদের আয়োজনে নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ও লেখক সংসদের সাধারণ সম্পাদক সাহিত্যিক এম.এ ফাত্তাহ’র ৭৬তম জম্ম বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় লেখক সংসদের অস্থায়ী কার্যালয় মহানগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়াস্থ ভাওয়াইয়া অঙ্গন চত্তরে সংসদের ৮৬৫ তম সাপ্তাহিক সাহিত্য আসরে এ অনুষ্ঠান পালন করা হয়। সংসদের সভাপতি মো. আবুল কাশেম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্য আসরে স্বরচিত কবিতা পাঠ করেন সিনিয়র সহঃসভাপতি মো.নূরুল ইসলাম সরদার, সদস্য গ্রন্থকার ও সংগঠক কবি আজহারুল ইসলাম আল আজাদ, সদস্য কবি নূর মোহাম্মদ সরকার, লেখক কোষাধ্যক্ষ কবি মো.অহিদুল ইসলাম প্রমুখ। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কবি এম.এ ফাত্তাহ, সাংগঠনিক সম্পাদক কবি ও লেখক মো.আহসান হাবিব রবু, সদস্য মো.চাঁন মিয়া, সহ সাহিত্য সম্পাদক ভাওয়াইয়া শিল্পী রণজিৎ কুমার রায়, লেখক নূর-ই-ইলাহিসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বাৎসরিক বনভোজনের চুড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হয়। আলোচনা শেষে সাধারণ সম্পাদকের জন্মদিন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠণের উপদেষ্টা কবি এহসানুল হক কবির ও সিনিয়র সহ-সভাপতি লেখক মো. নূরুল ইসলাম সরদারের আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাহিত্য সম্পাদক সাংবাদিক চঞ্চল মাহমুদ ।