রংপুরের বদরগঞ্জে, গভীর রাতে চেতনানাশক ঔষধ প্রয়োগ করে একটি পরিবারের সব সদস্যদের অচেতন করে দুর্বৃত্তরা তাদের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে।
রংপুরের বদরগঞ্জে, গভীর রাতে চেতনানাশক ঔষধ প্রয়োগ করে একটি পরিবারের সব সদস্যদের অচেতন করে দুর্বৃত্তরা তাদের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। গভীর রাতে বদরগঞ্জ পৌর এলাকার কলেজপাড়ার কৃষক নুর ইসলাম লাভলুর বাড়িতে এ ঘটনা ঘটে।পরিবারের সদস্যদের অচেতন করে দুর্বৃত্তরা দুটি ঘরের দরজা ভেঙে স্টিলের আলমারি ও ড্রয়ারে রাখা নগদ পাঁচ লাখ টাকা এবং স্বর্ণালংকার নিয়ে যায়। চুরি শেষে ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ করে রেখে যায় তারা। অসুস্থ পরিবারের সদস্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সুত্র ও সরেজমিনে জানা যায়, নুর ইসলাম লাভলু তার স্ত্রী পেয়ারী খাতুন এবং পুত্র মুনসিব লাবীবকে নিয়ে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১২টার পর দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে পুরো পরিবারকে অচেতন করে ফেলে। রাতভর চুরি করে তারা ভোরের আগে পালিয়ে যায়। পরদিন বুধবার সকালে প্রতিবেশীদের ডাকে পরিবারের ঘুম ভাঙলে ঘটনাটি প্রকাশ পায়। প্রতিবেশীরা নুর ইসলাম লাভলু তার স্ত্রী ও পুত্রকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ধরনের ঘটনায় বদরগঞ্জের স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ তৈরি করেছে। প্রতিবেশি ফজলু মিয়া বলেন,এ ঘটনার সময় আমরা কেউ টের পায়নি।পুলিশের কাছে আমরা এ ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি জানাই।তিনি আরো বলেন,ঘটনার পর থেকে আমরা প্রতিবেশিরা চরম আতংকে আছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকতা ডা:আশেকুল আরেফিন বলেন,, ‘চেতনানাশক ঔষধের প্রভাবে আক্রান্ত ব্যক্তিদের গভীর ঘুম আসে। এতে ক্লান্তি ও অসুস্থতার শিকার হন তারা। পুরোপুরি সুস্থ হতে সময় লাগে বলে জানান তিনি।’ ভুক্তভোগী নুর ইসলাম লাভলু বলেন, ‘জমি কেনার জন্য বিক্রি করা আমন ধানের টাকা ঘরে রেখেছিলাম। সেই পাঁচ লাখ টাকাসহ স্বর্ণালংকার নিয়ে গেছে। এখনো চোখে ঘুম জমে আছে। এমন পরিস্থিতিতে আমরা বাকরুদ্ধ হয়ে গেছি। বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরির ঘটনায় তদন্ত চলছে। এখনও পর্যন্ত ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দেয়নি। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে। এ ব্যাপারে সাধারণ মানুষকে নিজেদের নিরাপত্তার জন্য আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয় বলে জানান তিনি।