সোমবার ( ৩০ ডিসেম্বর) বিকেলে রাঙামাটিতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন তিনি।
সোমবার ( ৩০ ডিসেম্বর) বিকেলে রাঙামাটিতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন তিনি। রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হওয়া এই সভা চলে সন্ধ্যা রাত পর্যন্ত। পাহাড়ের স্থানীয় সরকারকে শক্তিশালী করণে কখন কোন প্রেক্ষাপটে অত্রাঞ্চলে কি চুক্তি হয়েছিলো, বর্তমানে প্রেক্ষাপটে সেটা প্রাসঙ্গিক কিনা তা পুণর্মূল্যায়ন করতে হবে। প্রয়োজনে সেই চুক্তি সংশোধন করতে হবে। চুক্তির কোন কোন ধারা বাস্তবায়ন হয়েছে কোন ধারাগুলো বাস্তবায়নযোগ্য এবং কোন ধারাগুলো এখনই বাস্তবায়ন করা দরকার সেটিও খতিয়ে দেখতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার বিষয়ক কমিশনের চেয়ারম্যান ড. তোফায়েল আহাম্মেদ। তিনি পাহাড়ি জনগণের উদ্দেশ্যে বলেন, তখন যারা চুক্তি করেছিলো, এই চুক্তি আদৌ বাস্তবায়নযোগ্য কিনা সেটা সেসময় ভাবেনি। পাহাড়িদের খুশি করার জন্য এমন চুক্তি করেছিলো কিনা সেটি ভেবে দেখার জন্য পাহাড়বাসীর প্রতি আহবান জানিয়েছেন তিনি। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেছেন স্থানীয় সরকার বিষয়ক কমিশনের চেয়ারম্যান। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইটিসি) নাসরিন সুলতানা, চাকমা সার্কেল চীফ দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য আব্দুর রহমান, ড.ফেরদৌস আরফিনা ওসমান, ইলিরা দেওয়ান, দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা প্রমুখ । এদিকে সভা শেষে সম্মেলন কক্ষের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনাব তোফায়েল বলেন, দেশে আগামীতে অনুষ্ঠিত হতে যাওয়া সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলীয় প্রতীকে নির্বাচন এটা কেউ চাচ্ছে না।