সেনবাগ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

মোহাম্মদ উল্লাহ প্রকাশিত: ১০ জুলাই , ২০২৫ ১৬:০৩ আপডেট: ১০ জুলাই , ২০২৫ ১৬:০৩ পিএম
সেনবাগ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

নোয়াখালীর সেনবাগ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫১ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৩৫ টাকা আয় ও ৫১ কোটি ২১ লাখ ৯ হাজার ৩০  টাকা ব্যয়ের বাজেট প্রস্তাব করা হয়। এতে সমাপনী স্থিতি ধরা হয়েছে ৬ কোটি ৮৬ লাখ ২১ হাজার ২৭৯ টাকা। মঙ্গলবার (৮ই জুলাই) সকাল ১১টায় পৌরসভা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন দেয়া হয়। অনুমোদিত বাজেটে মোট আয় ধরা হয় ২৬ কোটি ১৬ লাখ ৪০ হাজার ৩৭ টাকা, ব্যয় ২৩ কোটি ৯৯ লাখ ৩ হাজার ৪৫ টাকা এবং সমাপনী স্থিতি ৪৭ লাখ ১২ হাজার ২৪২ টাকা। বাজেটের মূল উপাদানসমূহ রাজস্ব আয় ৪ কোটি ৯৮ লাখ ২৩ হাজার ৫৩৫ টাকা, সরকারি উন্নয়ন খাত ৪৬ কোটি ৬৫ লাখ টাকা, মূলধন আয় ৫১ কোটি ৬৩ লাখ ২৩ হাজার ৫৩৫ টাকা।
সভায় সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী সাবিনা সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার পারভেজ, যুব উন্নয়ন অফিসার মো. খুরশিদ আহম্মেদ, সমাজসেবা অফিসার বোরহান উদ্দিন, পৌর নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেয়। সভায় বক্তাগণ পৌরসভার ৯টি ওয়ার্ডের রাস্তাঘাট, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুতিক ল্যাম্প পোস্ট ও পানি সংকটসহ নাগরিক সুবিধার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এই বিভাগের আরোও খবর

Logo