যশোর ঋষি সম্প্রদায়ের সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর , ২০২৪ ১৩:০৪ আপডেট: ২৯ সেপ্টেম্বর , ২০২৪ ১৩:০৪ পিএম
যশোর ঋষি সম্প্রদায়ের সুবিধা বঞ্চিত পরিবারের   মাঝে পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ
প্রধান অতিথি হিসেবে পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এসময় তিনি বলেন ঋষি পরিবারের মাঝে দুচিন্তা না থাকে, তারা যাতে উৎসবের সাথে দুর্গাপূজা উদযাপন করতে পারে। এজন্য এগুলো দেয়া হয়েছে। সবাই মিলে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবো। সামনের দিনগুলোতেও যাতে ভাল কাজে সম্পৃক্ত হতে পারি সেই চেষ্টা করবো।

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে যশোর ঋষি সম্প্রদায়ের সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে শনিবার বিকেলে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে এগুলো বিতরণ করা হয়। ৫০ পরিবারে মাঝে পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এসময় তিনি বলেন ঋষি পরিবারের মাঝে দুচিন্তা না থাকে, তারা যাতে উৎসবের সাথে দুর্গাপূজা উদযাপন করতে পারে। এজন্য এগুলো দেয়া হয়েছে।  সবাই মিলে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবো। সামনের দিনগুলোতেও যাতে ভাল কাজে সম্পৃক্ত হতে পারি সেই চেষ্টা করবো।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান। এসময় বক্তব্য রাখেন সু প্রভাতের প্রতিষ্ঠাতা পরিচালক নার্গিস ইয়াসমিন।স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসানের পরিচালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, অতিরিক্তজেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) সুজন সরকার প্রমুখ।


 

এই বিভাগের আরোও খবর

Logo