মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে দু’পক্ষের হামলায় গুলি ও ককটেল বিস্ফোরণ

আল আমিন প্রকাশিত: ১৭ এপ্রিল , ২০২৪ ০৬:০৭ আপডেট: ১৭ এপ্রিল , ২০২৪ ০৬:০৭ এএম
মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে দু’পক্ষের হামলায় গুলি ও ককটেল বিস্ফোরণ
মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে আওয়ামী লীগের দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টা থেকে দফায় দফায় ওই হামলা-পালটা হামলার ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে আওয়ামী লীগের দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টা থেকে দফায় দফায় ওই হামলা-পালটা হামলার ঘটনা ঘটে। 

এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।এ সময় উভয় পক্ষের ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। 

আহতদের মধ্যে গুলিবিদ্ধ সিফাত (২০) ও ককটেল বিস্ফোরণে গুরুতর আহত আম্বিয়া খাতুন (৬০)কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলার বিষযটি নিশ্চিত করে মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)থান্দার খায়রুল হাসান জানান,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়।সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েকজন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়,ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারীর অনুসারী বাহাদুর মিয়া ও ইউপি সদস্য ডলি বেগম গ্রুপের সাথে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহসিনা হক কল্পনার অনুসারী বাবু কাজী,শওকত ও ইউপি সদস্য সুমা গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে উভয় পক্ষ মঙ্গলবার সকাল থেকে এলাকায় উত্তেজনা ছড়াতে ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে।

বেলা সাড়ে ১২ টার দিকে উভয় পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে।থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা চলতে থাকে এবং ওই ইউনিয়নের ঢালীকান্দি,মুন্সীকান্দি ও উত্তর বেহেরকান্দি গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।এ সময় উভয় পক্ষ গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ৭ জন আহত হয়।
  

এদিকে সংঘাতের সময় মুন্সীকান্দি গ্রামের একটি বিয়ে বাড়িতে মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।

এই বিভাগের আরোও খবর

Logo