চব্বিশ বছরেও শেষ হয়নি ছাত্রলীগ সভাপতি ওমরা হত্যার বিচার

রাসেল মিয়া প্রকাশিত: ২৫ অক্টোবর , ২০২৩ ১১:৩৪ আপডেট: ২৫ অক্টোবর , ২০২৩ ১১:৩৪ এএম
চব্বিশ বছরেও শেষ হয়নি ছাত্রলীগ সভাপতি ওমরা হত্যার বিচার
কসবায় চব্বিশ বছরেও শেষ হয়নি ছাত্রলীগ সভাপতি ওমরা হত্যার বিচার! মৃত্যুবার্ষিকীতে হত্যাকারীদের ফাঁসি দাবি। ব্রাহ্মণবাড়িয়া কসবায় দীর্ঘ চব্বিশ বছরেও শেষ হয়নি কসবা উপজেলা ছাত্রলীগের প্রয়াত সভাপতি ওমরাহান ওমর হত্যা মামলার বিচার।

কসবায় চব্বিশ বছরেও শেষ হয়নি ছাত্রলীগ সভাপতি ওমরা হত্যার বিচার। মৃত্যুবার্ষিকীতে হত্যাকারীদের ফাঁসি দাবি। ব্রাহ্মণবাড়িয়া কসবায় দীর্ঘ চব্বিশ বছরেও শেষ হয়নি কসবা উপজেলা ছাত্রলীগের প্রয়াত সভাপতি ওমরাহান ওমর হত্যা মামলার বিচার। ১৯৯৯ সালে কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওমরাহানকে ছাত্রদলের ক্যাডারদের হাতে তিনি খুন হন।

সস্ত্রাসীরা এই দিনে তাকে হত্যা করেছিল।  এই আলোচিত হত্যাকাণ্ডের চব্বিশ বছর পার হয়েছে। বর্তমানে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি জানান আওয়ামীলীগের নেতাকর্মীরা। ওমরাহান ওমরের ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে ওমরের শাহপুর সমাধীস্থলে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান কসবা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ নেতাকর্মীরা।

এই সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কসবা পৌর মেয়র এম জি হাক্কানী, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ,প্যানেল চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ ও যুবলীগের সভাপতি এম আজিজ, সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনির হোসেন, কসবা পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইকতিয়ার আলম রনি, শিপন, বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমন, যুগ্ম আহবায়ক কাজী মানিক, সাবেক ছাত্রলীগের সভাপতি আলী রেজা পলাশ,প্রয়াত ওমরা খানের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমরাহান,ছাত্রলীগ সদস্য আবির মোহাম্মদ সোহাগ, লিমন,টিটু, প্রমুখ।

এই বিভাগের আরোও খবর

Logo