পবিত্র মাহে রমজানে জামালপুর জেলা শহরে অর্ধেক ভাড়ায় অটোরিকশা নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন শাওন নামে এক উদ্দোমী যুবক। অটোরিকশার সামনের গ্লাসে রীতিমতো ব্যানার সাটিয়ে শহরে সাড়া ফেলেছেন এই যুবক। দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতির এই বাজারে নিজের রুটি রোজগারের কথা না ভেবে শুধুই ইসলামের জন্য মহৎ কাজে নিয়োজিত করেছেন নিজেকে। বাজার সিন্ডিকেট তাদের করছেন এখান থেকে তারা শিক্ষা নিতে পারেন।