গাজীপুরের শ্রীপুরে গণঅধিকার পরিষদ শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে ছাত্র জনতার গণঅভ্যূত্থানে নিহত শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আহতদের প্রতি সমবেদনা পথসভায় এসব কথা বলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ।
বুধবার(১৬ অক্টোবর) বেলা বারটায় গণঅধিকার পরিষদ শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
গণঅধিকার পরিষদ গাজীপুর জেলা শাখার আহবায়ক পাঠান আজাহারের সভাপতিত্বে মনির মোল্লার সঞ্চালনায় ডাকসুর সাবেক ভিপি বলেন, "এ আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদেরকে এবং তাদের পরিবারকে আপনারা ভুলে যাবেন না"। ছাত্রজনতার আন্দোলনের ফল ভোগ করতে যাঁরা বিভিন্ন ভাবে বিচারপতি ডিসি এসপি নিয়োগ দিতে প্রতিযোগিতায় নেমেছেন, আপনারা কিন্তু গণহত্যাকারীদের ঠেকাতে পারছেন না। আমাদের জীবন থাকতে গণহত্যাকারীদের এদেশের রাজনীতিতে আওয়ামিলীগকে ঠাঁই দেয়া হবে না, হবে না। আওয়ামীলীগকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য ভারতসহ বেশকিছু দেশ উঠেপড়ে লেগেছে। আওয়ামিলীগ নেতা সাবের হোসেন চৌধুরীকে মুক্ত করার জন্য এমন একটি যড়যন্ত্র কাজ করছে। অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। শুধুমাত্র একটি নির্বাচনের জন্য দেশের জনগণ আপনাদের ক্ষমতায় বসায় নাই। আপনাদের জনপ্রত্যাশা পূরণের জন্য জনগণ আপনাদের ক্ষমতায় বসাইছে। তিনি আরও বলেন, এক ফ্যাসিবাদেরা বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড, সবজি বাজারসহ সারা দেশ যেভাবে দখল করেছিল; তাদের বিদায়ের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদ জায়গা করতে চায়। তাদের জায়গা হবে না। রাজনীতি নতুন ধারায়, নতুন পথে চলবে।তিনি তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন। কৃষক যাতে থানায় গিয়ে সম্মান পায়, হাসপাতালে গিয়ে চিকিৎসা পায় সেই ব্যবস্থা নিশ্চিত করবেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ গণঅধিকার পরিষদের জেলা উপজেলার নেতাকর্মীরা।