মানব সম্পদকে স্মার্ট নাগরিকে পরিণত করতে শিক্ষার বিকল্প নেই : এমপি নাবিল

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী , ২০২৪ ০৮:১৬ আপডেট: ১৯ ফেব্রুয়ারী , ২০২৪ ০৮:১৬ এএম
মানব সম্পদকে স্মার্ট নাগরিকে পরিণত করতে শিক্ষার বিকল্প নেই : এমপি নাবিল
যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশকে ডিজিটাল ও মধ্যম আয়ের দেশে পরিণত করবেন। সেটি তিনি বাস্তবায়ন করেছেন। এবার তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশকে স্মার্ট দেশে পরিণত করবেন। আর এটি বাস্তবায়ণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।

যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশকে ডিজিটাল ও মধ্যম আয়ের দেশে পরিণত করবেন। সেটি তিনি বাস্তবায়ন করেছেন। এবার তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশকে স্মার্ট দেশে পরিণত করবেন। আর এটি বাস্তবায়ণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।

এমপি নাবিল বলেন, এক্ষেত্রে প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন মানব সম্পদের ওপর। মানব সম্পদকে স্মার্ট নাগরিকে পরিণত করতে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা এমন একটি সম্পদ যেটি কেউ কেড়ে নিতে পারে না। গাড়ি, বাড়ি ও ধন-সম্পদ কেড়ে নিতে পারে। শিক্ষার্থীদের তাই মন দিয়ে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে। বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে।শনিবার সকালে যশোর শহরের বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট ঈদগাহ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম।

বিদ্যালয়ের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, কৃষি বিষয়ক সম্পাদক আবু সেলিম রানা, সদস্য এহসানুর রহমান লিটু প্রমুখ।

এই বিভাগের আরোও খবর

Logo