ছাত্র জনতা বিপ্লবে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচন অযোগ্য ঘোষণা, ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মাগুরা শালিখা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার বিকালে বুনাগাতি ডিগ্রী কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা শাখার আয়োজনে এ গণ সমাবেশ করা হয়। ইসলামী আন্দোন বাংলাদেশ শালিখা শাখার সভাপতি হাফেজ মাওলানা ওসমান গনি সাঈফী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমনাই)। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, ইসলাম আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুফতি মোস্তফা কামাল। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন উপজেলা ও শালিখা উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন মাওলানা ইলিয়াস হোসাইন ও ডা. রবিউল ইসলাম।