মাগুরার শালিখা উপজেলা ইট ভাটা মালিক সমিতি ও শ্রমিকরা ইটভাটা বন্ধের প্রতিবাদে ৭দফা দাবীতে মানববন্ধন ও শালিখা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারক লিপি প্রদান করেছেন।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা চত্বরে এ মানববন্ধন শেষে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিনের দপ্তরে তারা এ স্মারকলিপি প্রদান করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন তাদের উদ্দেশ্যে বলেন হাইকোর্টের রায় অনুসারে ৫ মার্চের পর লাইসেন্স বিহীন সকল অবৈধ ইটভাটা বন্ধ রাখবেন।আদালতের রায় কেহ অবমাননা করবেন না। আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমিতির লোকজন ফিরে আসেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মামুন ব্রিকস মালিক মাছুদ আলম,সাধারন সম্পাদক সায়েদ ব্রিকস এর মালিক মোঃ আলেপ মীর,বন্ধু ব্রিকস এর মালিক আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুন্সি আনিসুর রহমান মিলটন,ম্যানেজার সিদ্দিকুর রহমান, তানিয়া ব্রিক্স এর মালিক কামাল হোসেন, নাসিম ব্রিক্স এর মালিক জুলফিকার আলী ভুট্টো,চিত্রা ব্রিক্স এর মালিক মোহাম্মদ জসিম উদ্দিন সহ সকল ভাটার শ্রমিক কর্মচারী বৃন্দ। সভাপতি মাসুদ আলম বলেন দেশের হাজার হাজার ইট ভাটা আইনগত জটিলতার কারণে লাইসেন্স পাইনি।এ সকল ইটভাটা বন্ধ হলে ইট ভাটার সাথে জড়িত হাজার মানুষ বেকার হয়ে যাবে।সমাজে চুরি ডাকাতি ছিনতাই বেড়ে যাবে। আইন-শৃঙ্খলাও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।বিষয়টি সাধারণ দৃষ্টিতে দেখার জন্য ভাটা মালিকদের পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি।