১৭ ফেব্রুয়ারি সোমবার বাদ আসর মাইজভাণ্ডার দরবার শরিফের আওলাদে পাক, মসজিদের মতোয়াল্লী পরিবারবর্গ ও মুসল্লীদের নিয়ে মাইজভাণ্ডার দরবার শরিফ শাহী জামে মসজিদের পুনঃসংস্কার কাজের শুভ উদ্বোধন করেন আওলাদে রাসুল (দ.), আওলাদে গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.)। উদ্বোধনকালে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী মুসল্লিদের সুবিধার্থে পুনঃসংস্কার কাজ শুরু করতে পারায় মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন এবং সাথে সাথে আওলাদে পাকদের পক্ষ হতে মতোয়াল্লী পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আশা করেন, সংস্কার কাজের জন্য গঠিত কমিটি, এলাকাবাসী ও দরবার এবং আওলাদে পাকদের সকলের সহযোগিতায় মসজিদের সংস্কার কাজ দ্রুত শেষ করে মুসল্লীদের নামায আদায়ে ব্যবস্থা গ্রহণ করবেন। অনুষ্ঠানে এই সময় আরও উপস্থিত ছিলেন সৈয়দ শামসুল আরেফিন মাইজভাণ্ডারী (ম.), অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নুর মাইজভাণ্ডারী (ম.), মসজিদের প্রাক্তন খতিব মাওলানা নুরুল ইসলাম ফোরকানী, সৈয়দ আসিফ নঈম উদ্দিন মাইজভাণ্ডারী (ম.), সৈয়দ সাকলাইন মাহমুদ মাইজভাণ্ডারী (ম.), ইন্জিনিয়ার সৈয়দ মহিউদ্দিন আহমদ,মোহাম্মদ তৌহিদুল আলম মেম্বার, মতোয়াল্লী পরিবারের সৈয়দ নাছিরুল আলম, খতিব মাওলানা সৈয়দ মোহাম্মদ বশিরুল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।