কটিয়াদী বাজার বণিক সমিতির নির্বাচন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ জুন , ২০২৫ ১৬:৪৩ আপডেট: ২৯ জুন , ২০২৫ ১৬:৪৩ পিএম
কটিয়াদী বাজার বণিক সমিতির নির্বাচন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ১৪ বছর পর কটিয়াদী বাজার বণিক সমিতির নির্বাচন শনিবার(২৮ জুন) অনুষ্ঠিত হয়েছে । অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে কটিয়াদী সরকারি হাই স্কুলে সকাল ৯ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। 
এই নির্বাচনে ১৫টি পদে মোট ৩১ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। মোট ভোটার সংখ্যা ১৬১৮ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ১৩৩৯ জন। অপদত্ত ও বাতিল ভোট ২৭৯ টি। 
মোঃ ইলিয়াস মিয়া (আনারস ) প্রতীকে ৬৭১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম (তালাচাবি) প্রতীকে পেয়েছেন ৫৩৪ ভোট । 
সহ-সভাপতি আজিজুল হক শাজাহান (মোমবাতি) ৮৫১ ভোট তার নিকটতম হাবিবুর রহমান (কবুতর) ২৩৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে জিল্লুর রহমান (মোটরসাইকেল ) প্রতীকে ৫৮৪ ভোট পেয়েছেন।তার নিকতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান সোহেল (দোয়াত কলম) ৫৩০ ভোট পেয়েছে।
সহ -সাধারণ সম্পাদক - জাহাঙ্গীর আলম জনি (মাছ), সাংগঠনিক সম্পাদক- শাহজাহান কবির (মোরগ), দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সবুজ (টেবিল ফ্যান), কোষাধাক্ষ- সুজন সাহা বংশি ( চায়ের কাপ),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আঃ মান্নান স্বপন (হারমোনিয়াম)।
সদস্য পদে আশরাফ উদ্দিন (প্রজাপতি), আলমগীর (চশমা), মোতাহের হোসেন (বালতি), সোহেল খান (ডাব).জোবের আলম শরীফ (ঘোড়া), মনির হোসেন (ডালিম) আফজাল হোসাইন (কলস) নির্বাচিত হয়েছেন।
ভোটাররা  জানান, কটিয়াদী বাজার বণিক সমিতির নির্বাচন যেকোন জাতীয় নির্বাচনকে হার মানিয়েছে। কড়া নিরাপত্তায় নিরপেক্ষ সুষ্ঠু ভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। তাতে কটিয়াদী বাজারের ব্যবসায়ীরা সুষ্ঠু নির্বাচন ও ভোটের ফলাফলে অত্যন্ত খুশি। 
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, প্রশাসনের দিক থেকে আইন শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সহযোগীতায় উৎসব মুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু ভাবে কটিয়াদী বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম শনিবার দিবাগত  রাত ১০টার সময় এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন প্রিজাইডিং অফিসার ও কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিফুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের।

এই বিভাগের আরোও খবর

Logo