ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে, মরহুম আজিজার রহমানের স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। স্বরণ সভার সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জাহিদ ইবনে সুলতান।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে, মরহুম আজিজার রহমানের স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। স্বরণ সভার সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জাহিদ ইবনে সুলতান।
২৯-২-২০২৪ ইং তারিখ বিকাল ৪:০০ টায় উপজেলা পরিষদ হলরুমে মরহুম আজিজার রহমানের স্মৃতিচারণে, অনেক শিক্ষক আবেগ আপ্লূত হয়ে কান্নায় ভেঙে পড়েন। মরহুমের বর্ণাঢ্য কর্মময়জীবনসহ বিভিন্ন দিক আলোচনা করা হয়। দীর্ঘ চার বছর ধরে অসুস্থ অবস্থায় অর্পিত দায়িত্ব পালন করছেন । তিনি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া গ্ৰামে ১৯৬৭ সালে জন্ম গ্রহণ করেন। তাহার পিতার নাম মজির উদ্দীন শাহ, মাতার নাম জাফিরন নেছা। শিক্ষাজীবনে এসএসসি(১ম)১৯৮৩, এইচ এস-সি(২য়) ১৯৮৫ , অনার্স(২য়)১৯৮৮ এবং সর্বশেষে মাস্টার্স(২য়) ১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে গণিত বিষয়ে শিক্ষা লাভ করেন।তিনি ১১/০২/২৪ ইং মৃত্যুবরণ করেন।
২০১৭ সালে হরিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করে দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন। কর্মজীবনে সহকারী শিক্ষক দিয়ে কর্মজীবন শুরু করেন, পরবর্তীতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার, শেষ জীবনে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্বরণ সভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অধ্যক্ষ মো, জিয়াউল হাসান মুকুল চেয়ারম্যান হরিপুর উপজেলা পরিষদ ও সভাপতি, হরিপুর উপজেলা আওয়ামীলীগ, এস এম আলমগীর সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা, মো,আনোয়ার হোসেন, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা, মো,মনোয়ারুল ইসলাম রিপন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো,মুন্জুর আলম,নবনির্বাচিত সভাপতি মো,আলী আকবর ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক , বাংলাদেশ শিক্ষক প্রাথমিক সমিতি হরিপুর উপজেলা শাখা।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস,ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।